Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের পিঁড়িতে বসছেন অসীম গোপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ৮:১০ পিএম

জাতীয় হকি দলের অন্যতম গোলরক্ষক অসীম কুমার গোপ এবার নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। অসীমের গ্রামের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জে। তার হবু স্ত্রীর বাড়ি ভৈরবে। ১৮ জানুয়ারি হবিগঞ্জে আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন জাতীয় হকি দলের এই তারকা গোলরক্ষক। অসীম এখন ক্যাম্পে রয়েছেন। বিয়ের জন্য ছুটি চেয়েছেন জাতীয় দলের কোচ মাহবুব হারুনের কাছে।

বিয়ে প্রসঙ্গে মঙ্গলবার অসীম বলেন,‘ আমাদের সনাতন ধর্মে লগ্নের বিষয় থাকে বিয়েতে। ক্যাম্প শুরুর আগেই বিয়ে করতে চেয়েছিলাম। লগ্ন না থাকায় পিছিয়েছে। আমাদের খেলা শুরু ১১ মার্চ। এখনও অনেক দেরি। আমি সপ্তাহ খানেক ছুটি চেয়েছি কোচের কাছে। ক্যাম্প না থাকলে হকি অঙ্গনের অনেক বন্ধুরাই উপস্থিত থাকতে পারতো আমার অনুষ্ঠানে। তিনি যোগ করেন,‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। আমার হবু স্ত্রী জিল্লুর রহমান কলেজে ব্যবস্থাপনায় অনার্স চতুর্থ বর্ষে পড়ছে।’ স্ত্রীর নাম ও ছবি ১৮ জানুয়ারি প্রকাশ করবেন বলে জানান অসীম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ