Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্প শুরুর আগেই এক খেলোয়াড় করোনা আক্রান্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ৮:০৮ পিএম

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাকে সামনে রেখে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় হকি দলের আবাসিক ক্যাম্প। তবে ক্যাম্প শুরুর আগেই এক খেলোয়াড় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার করোনা পরীক্ষার পর বিমান বাহিনীর দেবাশীষ কুমার রায় জেনেছেন তার করোনা পজিটিভ। আপাতত তিনি আইসোলেশনে আছেন। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে আমাদের ফোন করে জানানো হয়েছে ক্যাম্পে ডাক পাওয়া একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ। বাকিরা নেগেটিভ।’

আগামী ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত মওলানা ভাসানী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। গত রোববার ৩২ জন খেলোয়াড় রিপোর্ট করলেও ক্যাম্পে যোগ দিতে পারেননি গোলরক্ষক আবু সাইদ নিপ্পন। আর করোনা পজিটিভ হওয়ায় আইসোলেশনে আছেন দেবাশীষ। তাই ৩০ জনকে নিয়েই মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। দলের কোচ মাহবুব হারুন তার অনুশীলন পরিকল্পনা নিয়ে বলেন, ‘দেবাশীষ দ্রুত করোনা নেগেটিভ হোক এটাই আমাদের প্রথম চাওয়া। অনুশীলনে প্রথমে ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর ম্যাচ পরিকল্পনা করবো। ফেডারেশনকে অনুরোধ জানিয়েছি, ভালোমানের বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আয়োজনের।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ