Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইতালির ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় জরুরি অবস্থা

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পুনর্গঠনের জন্য ৫ কোটি ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ইনকিলাব ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে ইতালি। এ পর্যন্ত আড়াই শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। দুদিন আগের এই ভূমিকম্পে জীবিত আর কারও উদ্ধার হওয়ার আশা যখন ক্ষীণ হতে শুরু করেছে তখন এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি বলছে, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পুনর্গঠনের জন্য ৫ কোটি ইউরো বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ২৫০ জনের অধিক প্রাণহানির খবর জানা গেছে, আহত হয়েছে ৩৬৫ জন। পাঁচ হাজার উদ্ধারকারী দ্বিতীয় দিনের মতো ধসে পড়া ভবনের স্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে ভূমিকম্পের পর মুহুর্মুহু পরাঘাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। পুনর্গঠনের জন্য বিশেষ বরাদ্দের সঙ্গে বিধ্বস্ত এলাকাবাসীদের কর মওকুফ করেছেন রেনজি। পাশাপাশি নিম্নমানের নির্মাণ নিয়ে সমালোচনা ঠেকাতে ইতালিয়ান হোমস নামে নতুন এক উদ্যোগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তবে ইতালি সম্পূর্ণভাবে ভূমিকম্প সহনশীল ভবন তৈরি করতে পারে এমন ভাবনাকে অলীক বলেছেন তিনি। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভবন নির্মাণের মান নিয়ে ইতালির গণমাধ্যমগুলোতে সমালোচনা চলছে। ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে তার কতকগুলি সম্প্রতি সংস্কার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইতালির ঐতিহাসিক শহরগুলোতে ভূমিকম্পপ্রতিরোধী ভবন নির্মাণ বিধিমালা মানা হয় না, যেগুলো অনেক সময় নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেও অবহেলিত হয়। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালির ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় জরুরি অবস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ