মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচনী সমাবেশে চীন সম্পর্কে ট্রাম্পের অভিমত
ইনকিলাব ডেস্ক : চীনকে আন্তর্জাতিক চুক্তির নিকৃষ্টতম অপব্যবহারকারী এবং মুদ্রা ব্যবস্থায় জালিয়াতকারী দেশ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে, চীনসহ এ ধরনের চুক্তি লঙ্ঘনকারী সব দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প তার দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি চীনের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হলে তিনি তার বাণিজ্যমন্ত্রীকে বলবেন, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে যেসব দেশ আমেরিকার ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, চীন নিকৃষ্টতম অপব্যবহারকারী। যুক্তরাষ্ট্রের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি নিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের প্রতি তাদের শ্রদ্ধা নেই। আমাদের নেতৃত্বের প্রতিও নেই। আমরা তাদের বিরুদ্ধে দোষারোপ করব না... আমরা শিগগিরই নিজেদের সেই অবস্থানে নিতে চাই। আপনারা দেখবেন। এখনকার চেয়ে তারা আমাদের বেশি পছন্দ করবে।’ এ ছাড়া কৌশলগত দক্ষিণ চীন সাগরে চীনের দুর্গ (কৃত্রিম দ্বীপ) নির্মাণ বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন ৭০ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তারা আমাদের পছন্দ করে না। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।