Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ বাড়িতে লুট

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ৭:০৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দুই রাতে তিন বাড়িতে লুট করেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যদের অচেতন করে লুট করে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। ভুক্তভোগীরা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি।

জানা যায়, উপজেলা রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ কৃষি ব্যাংক মধুপুর শাখার সহকারী ব্যবস্থাপক মো. আবুল খায়ের সোমবার রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর আর চেতনা ফেরেনি। সকালে প্রতিবেশীরা তাদের ঘরে গিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা শুরু হয়। খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে নগদ ৪০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কর নিয়ে গেছে বলে নিশ্চিত করেন পরিবারের লোকজন ।

একই রাতে প্রতিবেশী মৃত আলিম উদ্দিন মাস্টারের বাড়িতেও ঘরের দরজা ভাঙার সময় কয়েকজন টের পেয়ে যাওয়ায় ওই চক্রটি পালিয়ে যায়। রাতের বেলায় চুরিতে সফল না হতে হলেও সকালের খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন আলিম উদ্দিন মাস্টারের ছেলে গোলাম মহিউদ্দিন, তার স্ত্রী সখিনা খাতুন, নাতি নূর উদ্দিন আহমেদ, পুত্রবধূ এনি আক্তার ও আরেক ছেলে আনসার উদ্দিন মানিক। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এর আগে গত রোববার রাতে পাশের রাজারামপুর গ্রামে এক সেনা সদস্যের বাড়িতেও একই ধরণের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর স্টোর অফিসার হিসেবে কর্মরত নূর হাসান সিদ্দিকী লাভলু বাড়িতে বেড়াতে এলে রোববার বাড়িতে পিঠার আয়োজন করা হয়। এসময় কলাপিঠা খেয়ে অচেতন হয়ে পড়েন লাভলু, তার মা আনোয়ারা বেগম ও বোন রুবাইয়া ইয়াসমীন হ্যাপি। রাত ১২টার দিকে লাভলুর বড়ভাই নূরে আলম সিদ্দিকী বাবলু বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরের জিনিসপত্র এলোমেলো। নেই জমি কেনার জন্য রাখা প্রায় পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার।

বিষয়টি জানিয়ে পরিবারের সদস্য মেহেদী হাসান রাজা বলেন, পুলিশ এলেও কারা ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করতে পারেনি। পরপর দুই দিনে একই উপজেলার তিন বাড়িতে চেনতানাশক মিশিয়ে দুর্বৃত্তদের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, খাবার খাওয়ার পরই পরিবারের সদস্যরা চেতনা হারিয়ে ফেলেন। এই সুযোগে চুরির ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ