Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসায়নিক হামলার জন্য সিরিয়া ও আইএস দায়ী : ওপিসিডব্লিউ

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৪ ও ২০১৫ সালে সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য বাশার আল আসাদ সরকার ও আইএসকে দায়ী করেছে জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ-এর তদন্ত দল। তাদের দাবি, সিরিয়ার সরকার দুটি হামলায় ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে এবং একটি হামলায় মাস্টার্ড গ্যাস ব্যবহার করেছে আইএস। সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলাকারীদের শনাক্ত করতে এক বছর আগে জাতিসংঘ-ওপিসিডব্লিউ যৌথ তদন্ত দল গঠন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দেশটির সাতটি শহরে ৯টি সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলার তদন্ত শুরু করে দলটি। যৌথ তদন্ত দলের দাবি, তিনটি ঘটনায় দায়ীদের সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আরও তিনটি ঘটনার দায় সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও আপাতত হাতে পাওয়া প্রমাণসাপেক্ষে সে দায় সরকারের দিকেই যাচ্ছে। তবে বাকি তিনটি ঘটনার দায় চিহ্নিত করার কাজটি অমীমাংসিত থেকে গেছে বলে জানিয়েছে তদন্ত দল। জাতিসংঘ-ওপিসিডব্লিউর তদন্ত দলটি বলছে, ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের আগস্টের মাঝামাঝি সময়ে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ও বিষাক্ত গ্যাস ব্যবহার করার নতুন অভিযোগ পেয়েছেন তারা। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এমন ১৩০টিরও বেশি অভিযোগ তাদের কাছে করেছেন বলে জানান তদন্তকারীরা। তদন্ত প্রতিবেদনে বলা হয়, যে নতুন অভিযোগগুলো পাওয়া গেছে তার মধ্যে ১৩টি ঘটনা সারিন গ্যাস ও ১২টি ঘটনা মাস্টার্ড গ্যাস ব্যবহার সংক্রান্ত। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসায়নিক হামলার জন্য সিরিয়া ও আইএস দায়ী : ওপিসিডব্লিউ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ