Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শত্রুর থেকেও ভারতের বেশি ক্ষতি করবেন মোদি : ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারত জঙ্গিগোষ্ঠী দায়েশ/আইএসআইএসকে ব্যবহার করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বেলুচিস্তানের মাচ এলাকায় সন্ত্রাসী হামলায় ১১ জন কয়লা খনি শ্রমিক নিহত হওয়ার এক সপ্তাহ পরে গত রোববার তিনি এই তথ্য জানিয়ে বলেন, ভারত আইএসআইএস সন্ত্রাসবাদী গোষ্ঠীকে দেশটিতে সাম্প্রদায়িকতা বাড়ানোর জন্য সমর্থন দিচ্ছে। একই দাবি করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এ দিন বলেন, ‘ভারত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে।’

পাকিস্তানের পররাষ্ট্রনীতি এবং মোদি সরকারের সাথে সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে ইমরান খান ভারতের সাথে আলোচনার যে কোনও সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সরকার যে কোনও শত্রুর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটাবে ভারতের। তিনি বলেন, ‘সময়ই বলে দেবে যে মোদি সরকার তার শত্রুর চেয়ে দেশের ক্ষতি বেশি করবে। তিনি জানান, ‘ভারত অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন ফিরিয়ে না দেয়া পর্যন্ত তাদের সাথে কোনও আলোচনা সম্ভব নয়।’ পাকিস্তানের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, গত এক বছরে অধিকৃত জম্বু-কাশ্মীরে নারী ও শিশুসহ ৩০০ এরও বেশি নিরীহ কাশ্মীরি ভুয়া এনকাউন্টার ও কর্ডন-সার্চ অভিযানে শহীদ হয়েছেন। হাজারা সম্প্রদায়ের মানুষ হত্যাকান্ড সম্পর্কে প্রশ্ন উত্তরে ইমরান বলেন, ‹এই অঞ্চলে থাকা জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তানের ব্যাপক ক্ষতি করেছে। বিশেষ করে শিয়া হাজারা সম্প্রদায়কে প্রতিনিয়ত টার্গেট করা হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, ভারত এই জঙ্গিগোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানে অশান্তি ছড়িয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পূর্ব পরিকল্পনা ছিল।’ গত বছরের মার্চে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এক আলোচনায়ও ইমরান বলেন, শিয়া ও সুন্নিদের হত্যা করে পাকিস্তানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে দিল্লি। এই ক্ষেত্রে ফেডারেল সরকার বেলুচিস্তানে মনোযোগের অভাবকেও দুষছেন পাক প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বেলুচিস্তানে সর্দারি ব্যবস্থার সঙ্গে বেলুচিস্তানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তুলে ধরেন। তার মতে, উপজাতি নেতারা ফেডারেল সরকারের সঙ্গে জোটবদ্ধ হবেন; এই জোটের অধীনে, বেলুচিস্তানের জন্য জারি করা উন্নয়ন তহবিল সরদারদের মাধ্যমে ব্যয় করার কথা ছিল। কিন্তু সেই সহযোগিতা জনগণের কাছে পৌঁছায়নি। এক্ষেত্রে সেখানকার সাধারণ মানুষ দরিদ্রই রয়ে গেছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে বেলুচিস্তানের শিয়া সম্প্রদায়ের ১১ কয়লা শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডে আইএস দায় স্বীকার করে। পরবর্তীতে বেলুচিস্তানের আশপাশে ব্যাপক সামরিক অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা সদস্যরা।

এদিকে, একই দিন ইসলামাবাদ এয়ারপোর্টের কাছে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেন, ‘পাকিস্তানের ক্ষতি করতে চায় ভারত। দেশটিতে জঙ্গি গ্রুপগুলোকে অর্থায়ন করছে ভারত।’ তিনি বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী তাদের হামলা থেকে দেশবাসীকে রক্ষা করবে এবং দেশের উন্নতি হবে।’ কোয়েটায় বিক্ষোভের অবসান ঘটানোয় হাজারা সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ জানিয়ে রশিদ বলেন, তারা দেশকে একটি জরুরি অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। সূত্র : পাকিস্তান ট্রিবিউন।



 

Show all comments
  • রিমা সিকদার ১২ জানুয়ারি, ২০২১, ২:২২ এএম says : 0
    1000% right
    Total Reply(0) Reply
  • Ameila Leary ১২ জানুয়ারি, ২০২১, ১:৫৩ পিএম says : 0
    When will Imran Khan stop blaming India and Modi's for his failures? After Imran Khan took incharge, Pakistan’s economy suffered severe damage, terrorism is at its highest , electricity sometimes lost, ethnic minorities are genocide, explosions everywhere, and sometimes there was a lack of natural gas. Imran Khan blamed all incidents on India. This is just a hoax to hide his weakness.
    Total Reply(1) Reply
    • Monjur Rashed ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০৭ পিএম says : 0
      Economic sufferings : Imran Khan is suffering from the consequence of looting
  • Ameila Leary ১২ জানুয়ারি, ২০২১, ১:৫৪ পিএম says : 0
    ইমরান খান কখন তার ব্যর্থতার জন্য ভারত এবং মোদীর দোষ দেওয়া বন্ধ করবেন? ইমরান খান দায়ভার গ্রহণের পরে, পাকিস্তানের অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছিল, সন্ত্রাসবাদ সর্বোচ্চ অবস্থানে রয়েছে, কখনও কখনও বিদ্যুত হারিয়ে যায়, জাতিগত সংখ্যালঘুরা গণহত্যা হয়, সর্বত্র বিস্ফোরণ ঘটে এবং কখনও কখনও প্রাকৃতিক গ্যাসের অভাব ঘটে। ইমরান খান ভারতে সমস্ত ঘটনার জন্য দোষারোপ করেছেন। এটি কেবল তার দুর্বলতা আড়াল করার জন্য একটি প্রতারণা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ