Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেই মুস্তাফিজও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

গতপরশু সন্ধ্যায় লাহোরে হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএলে) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিক স‚চি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত লাহোর ও করাচিতে হবে পিএসএলের এবারের আসর। সে লক্ষ্যেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী ছয় দল। ড্রাফটে নাম ছিল বাংলাদেশের ২০ ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মুস্তাফিজুর রহমান। এছাড়া নাম ছিল মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদদের। তবে দল পাননি কেউই। মূলত পিএসএলের সময় বাংলাদেশ দল থাকবে নিউজিল্যান্ড সফরে। তাদের দলে নিলে মাঠে পাওয়ার আশা ছিলোই না। যার ফলে প্লেয়ার্স ড্রাফটে নাম দিলেও, তাদের দল পাওয়া নিয়ে সংশয় একপ্রকার থেকেই গিয়েছিল। যা শেষতক সত্যিই প্রমাণিত হয়েছে।

প্লেয়ার্স ড্রাফটের আগে সবদলকে সুযোগ দেয়া হয়েছিল তাদের আগের দল থেকে সর্বোচ্চ ৮ জনকে ধরে রাখার। পরে ড্রাফটসহ মোট ১৬ খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজানোর নিয়ম করে দেয়া হয়েছিল। এর বাইরে সুযোগ রাখা হয়েছিল আরও দুইজন বাড়তি খেলোয়াড়কে স্কোয়াডে রাখার। সেই মোতাবেক প্লাটিনাম ক্যাটাগরির ৩, ডায়মন্ড ক্যাটাগরির ৩, গোল্ড ক্যাটাগরির ৩, সিলভার ক্যাটাগরির ৫ ও দুইজন ইমার্জিং খেলোয়াড় নিয়ে ১৬ জনের স্কোয়াড সাজাতে হয়েছে সব দলকে। এই ১৬ জনের স্কোয়াডে ন্যুনতম ৫ বিদেশি খেলোয়াড় রাখার কথা বলা হয়। যেখান থেকে ম‚ল একাদশে ন্যুনতম তিন ও সর্বোচ্চ চার খেলোয়াড়কে নেয়া যাবে।

ড্রাফট শেষে ছয় দলের স্কোয়াড
লাহোর কালান্দার্স
ড্রাফট থেকে নেয়া : আহমেদ দানিয়াল, মাজ খান, মোহাম্মদ ফাইজান, জো ডেনলি, রশিদ খান, সামিত প্যাটেল, টম অ্যাবল, সালমান আলি আঘা, জাইদ আলম এবং জিসান আশরাফ।
আগের ধরে রাখা : বেন ডাঙ্ক, ডেভিড উইসে, দিলবাস হুসাইন, ফাখর জামান, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, শাহিন শাহ আফ্রিদি এবং সোহেল আখতার।

ইসলামাবাদ ইউনাইটেড
ড্রাফট থেকে নেয়া : হাসান আলি, আহমেদ সাইফি আবদুল্লাহ, আকিফ জাভেদ, ক্রিস জর্ডান, ইফতিখার আহমেদ, লুইস গ্রেগরি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ফিল সল্ট, রোহাইল নাজির এবং রিস টপলি।
আগের ধরে রাখা : অ্যালেক্স হেলস, আসিফ আলি, কলিন মুনরো, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মুসা খান, শাদাব খান এবং জাফর গোহার।

করাচি কিংস
ড্রাফট থেকে নেয়া : চ্যাডউইক ওয়ালটন, ড্যান ক্রিশ্চিয়ান, দানিশ আজিজ, জো ক্লার্ক, মোহাম্মদ নাবী, মোহাম্মদ ইলিয়াস, নুর আহমেদ, কাশিম আকরাম এবং জিসান মালিক।
আগের ধরে রাখা : আমের ইয়ামিন, আরশাদ ইকবাল, বাবর আজম, কলিন ইনগ্রাম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শারজিল খান এবং ওয়াকাস মাকসুদ।

মুলতান সুলতানস
ড্রাফট থেকে নেয়া : অ্যাডাম লিথ, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস লিন, ইমরান খান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ উমর, শাহনেওয়াজ ধানি, সোহাইব মাকসুদ, সোহাইবুল্লাহ এবং সোহাইল খান।
আগের ধরে রাখা : শহিদ আফ্রিদি, ইমরান তাহির, জেমস ভিনস, খুশদিল শাহ, রাইলি রুশো, শান মাসুদ, সোহেল তানভীর এবং উসমান কাদির।

পেশোয়ার জালমি
ড্রাফট থেকে নেয়া : আবরার আহমেদ, আমাদ বাট, ডেভিড মিলার, ইমাম উল হক, লিয়াম লিভিংস্টোন, মোহাম্মদ আমির খান, মোহাম্মদ ইরফান সিনিয়র, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান রান্ধাবা, মুজিব উর রহমান, রবি বোপারা, সাকিব মাহমুদ, শেরফান রাদারফোর্ড এবং উমাইদ আসিফ।
আগের ধরে রাখা : হায়দার আলি, কামরান আকমল, শোয়েব মালিক এবং ওয়াহাব রিয়াজ।

কোয়েটা গ্ল্যাডিয়েটরস
ড্রাফট থেকে নেয়া : আব্দুল নাসির, আরিশ আলি খান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস গেইল, ডেল স্টেইন, কাইস আহমেদ, সাইম আইয়ুব, টম ব্যান্টন, উসমান খান, উসমান শিনওয়ারি এবং জাহিদ মাহমুদ।
আগের ধরে রাখা : আনোয়ার আলি, আজম খান, বেন কাটিং, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সরফরাজ আহমেদ এবং জাহিদ মাহমুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিএসএলে

১৪ ডিসেম্বর, ২০২১
১২ জানুয়ারি, ২০২১
২২ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ