মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মানব ইতিহাসে এই প্রথম নির্মিত হতে যাচ্ছে কার্বন নিঃসরণ মুক্ত শহর। ২০২৫ সাল নাগাদ সউদী আরবের নিওম শহরে তৈরি হবে ১৭০ বর্গকিলোমিটার আয়তনের ‘জিরো কার্বন সিটি’। বাঁচবে পরিবেশ, শহুরে জীবনযাত্রায় আসবে অভাবনীয় বিপ্লব। বৈশ্বিক উষ্ণতা কমাতে সউদী সরকার হাতে নিয়েছে ‘দ্য লাইন’ প্রকল্প। দেশটির নিওম শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম শহর, যেখানে কার্বন নিঃসরণের পরিমাণ থাকবে শ‚ন্যের কোটায়। রোববার প্রকল্পটির ঘোষণা দেন সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। লোহিত সাগরের তীরে গড়ে উঠবে ‘জিরো কার্বন সিটি’। যেখানে থাকবে না কোনো গাড়ি ও রাস্তা, কারখানা থেকে নিঃসরিত হবে না কোনো কার্বন। শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র, বিনোদন ব্যবস্থা, সবুজে ঘেরা খোলামেলা পরিবেশ সবই থাকবে ৫ মিনিটের হাঁটার দ‚রত্বের মধ্যেই। ২৬ হাজার ৫শ’ বর্গ কিলোমিটার আয়তনের নিওম শহরে প্রাধান্য দেওয়া হবে কৃত্তিম বুদ্ধিমত্তাকে। এখানে প্রায় ১০ লাখ মানুষের আবাসন ব্যবস্থার পাশাপাশি প্রাথমিকভাবে ৩ লাখ ৮০ হাজার কর্মসংস্থানের সুযোগ হবে। শহরটিতে থাকবে লক্ষাধিক মানুষের ঘর। এখানে ‘নিওমের’ প্রায় ৯৫ ভাগ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষিত হবে। গতানুগতিক উন্নত শহরে দিন দিন বেড়েই চলেছে বায়ু দূষণ। অন্যদিকে বৈশ্বিক উষ্ণতার কারণে বাড়ছে সমুদ্রের উচ্চতা। এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে তলিয়ে যাবে নিচু এলাকার অনেক দেশ। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই। এ লক্ষ্যে গতানুগতিক শহরের পরিবর্তে আধুনিক শহর তৈরির কথা বলেন সউদী রাজপুত্র। ‘দ্য লাইন’ প্রকল্পের কাজ শুরু হবে ২০২১ সালের প্রথমার্ধেই এবং ২০২৫ সাল নাগাদ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সউদী রাজপুত্র। এ প্রকল্প বাস্তবায়িত হলে জলবায়ু সংকট নিরসণের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও বহুমাত্রা যোগ হবে বলে আশা করছে সউদী সরকার। জ্বালানি-ভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটনকে গুরুত্ব দিয়ে ২০১৭ সালে ভিশন ২০৩০ ঘোষণা করে সউদী সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে এবার জিরো কার্বন সিটি গড়তে যাচ্ছে সউদী আরব। আল-আরাবিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।