Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১:৩৫ পিএম

পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে প্রায় একাধিক শহরে একইসঙ্গে বিদ্যুৎ চলে যায়। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতানসহ একাধিক শহর। পাক-অধিকৃত কাশ্মীরেও অন্ধকার নেমে আসে। মোবাইল ও ইন্টারনেট সব সব ধরনের জরুরি পরিষেবা ব্যাহত হয়। এমনকি সংযোগ চলে যায় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও। খবর দ্য ডন।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটবার্তায় জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পুরো পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে।’
এক টুইটবার্তায় দেশটির বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান জানান, ন্যাশনাল পাওয়ার গ্রিডে ত্রুটির কারণে বাঁধাগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও কয়েক ঘণ্টা। সূত্র : দ্য ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ