Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে ৯৬ হাজার রোগীর করোনা পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৬:৩৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়ার নেতৃত্বে বর্তমান প্রশাসনের উদ্যোগে সঠিকভাবে করোনাভাইরাস মোকাবিলা ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। এ জন্য ফিভার ক্লিনিক, করোনাভাইরাস ল্যাবরেটরি (পিসিআর ল্যাব), করোনা সেন্টার, কোভিড-১৯ ফলোআপ ক্লিনিক, বিশেষজ্ঞ হেলথ লাইন, হেল্প লাইন, অনলাইন সেবাসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ১ এপ্রিল শাহবাগস্থ বেতার ভবনে প্রতিষ্ঠিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে গত ৭ জানুয়ারি পর্যন্ত ভাইরাসটি সনাক্তকরণের জন্য ৯৬ হাজার ২৭ জন রোগীর পরীক্ষা সম্পন্ন হয়েছে। পজিটিভ রোগীর সংখ্যা আইইডিসিআরকে জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া গত ২১ মার্চ বেতার ভবনে জ্বর, সর্দি, কাশি রোগীদের জন্য প্রতিষ্ঠিত ফিভার ক্লিনিকে ৭ জানুয়ারি পর্যন্ত ৭০ হাজার ৪শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। অন্যদিকে কেবিন বøকে গত ৪ জুলাই চালুকৃত করোনা সেন্টারে শনিবার (৯ জানুয়ারি) ৮টায় পর্যন্ত ৫ হাজার ৪ শত ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৩ শত ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭ শত ৬২ জন। বর্তমানে ভর্তি আছেন ১ শত ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান ও ভাইরাসটি সনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া ফ্রন্টলাইন যোদ্ধা অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবাদানকারী ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়মিত সভা ও মতবিনিময় করে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ

৫ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ