মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৃহস্পতিবার পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি বর্ধিত পরিসীমার ও দূর নিয়ন্ত্রিত মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) সফলভাবে পরীক্ষা করেছে। ভারতের সঙ্গে সীমান্তে কয়েক মাস ধরে উত্তেজনার মধ্যেই এই পরীক্ষা সম্পন্ন করা হলো। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে ফাতাহ-১। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।
পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ফাতাহ-১ বহূমুখী রকেট সিস্টেমটি ১৪০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পদ্ধতিটি পাকিস্তান সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে। শত্রুর ভূখন্ডে নির্ভুলভাবে এটি আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনী ও বিজ্ঞানীরা এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন করায় দেশটির বেসামরিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছে। এর আগে গত ফ্রেব্রুয়ারি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাদ-২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। সূত্র : ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।