Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

রবি-আজিয়াটার রাজস্ব দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি-আজিয়াটার ৫ দশমিক ১ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এই সময়ে প্রতিষ্ঠানটি ২.৫জি/৩.৫জি নেটওয়ার্কে বিনিয়োগ করেছে ৫৬০ কোটি টাকা। বর্তমানে অপারেটরটির গ্রাহক সংখ্যা ২ কোটি ৭৪ লাখ। গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত রবির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োমেট্রিক সিম নিবন্ধনের কারণে নতুন সংযোগের পরিমাণ কমে যাওয়া, সকল মোবাইল টেলিযোগাযোগ সেবার ওপর বাড়তি ১ শতাংশ সারচার্জ ও ২ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ এবং ভয়েস সেবার চেয়ে ইন্টারনেট-ভিত্তিক সেবার দিকে ঝোকার ফলে প্রবৃদ্ধির ওপর এর প্রভাব পড়ায় চ্যালেঞ্জ নিয়েই ২০১৬ সালের শুরু। তবে এই চ্যালেঞ্জ সত্তে¡ও রবি ২ কোটি ৭৪ লাখ গ্রাহককে সফলভাবে টেলিযোগাযোগ সেবা প্রদান করছে যা মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২০ দশমিক ৯ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় ২০১৬ সালের প্রথমার্ধে রাজস্বের পরিমাণ ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। এসময় ইন্টারনেট থেকে রাজস্বের পরিমাণ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নেটওয়ার্কে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং ৩.৫জি ও ২.৫জি ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করতে উদ্ভাবনী ইন্টারনেট প্যাকেজ চালুর ফলেই এই অসামান্য অগ্রগতি। যদিও ২০১৬ সালের প্রথমার্ধে রবি’র পরিচালনগত মুনাফার (ইবিআইটিডিএ) মার্জিন ৩২ দশমিক ৯ শতাংশ, কিন্তু এ মার্জিন গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১ কম। নেটওয়ার্ক খাতে ক্রমাগত ব্যয়ের কারণে এক্ষেত্রে পরিচালনগত ব্যয় বৃদ্ধি এবং বাজারে সেবা ও পণ্যের দাম নিয়ে তুমুল প্রতিযোগিতার কারণে এমনটি হয়েছে। নেটওয়ার্ক আধুনিকায়ন এবং সম্প্রতি প্রণীত অর্থ আইন অনুসারে করের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে কর পরবর্তী মুনাফার (পিএটি) ওপর। নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে বৃদ্ধি পাওয়া অবচয় ও বর্ধিত করের ফলে বাড়তি খরচকে বিবেচনায় না আনলে এ বছরের প্রথমার্ধে মুনাফার পরিমাণ দাঁড়াতো ১৭০ কোটি টাকা যা গত বছরের তুলনায় ৮ শতাংশ কম।
রবির এই আর্থিক প্রতিবেদনে আরও বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়ার কারণে গ্রাহক বৃদ্ধির হার কমে যাওয়ায় রবি’র সক্রিয় গ্রাহক সংখ্যা অপরিবর্তিত রয়েছে। পণ্য ও সেবার দাম নিয়ে বাজারে তুমুল প্রতিযোগিতার মধ্যেও প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকের রাজস্ব ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা টাকার অঙ্কে ১ হাজার ২৪০ কোটি টাকা। বায়োমেট্রিক সিম নিবন্ধন প্রক্রিয়ায় বাড়তি ব্যয় সত্তে¡ও ইবিআইটিডিএ অপরিবর্তিত রয়েছে যার পরিমাণ ৪০০ কোটি টাকা। কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কারণে বাড়তি অবচয় হওয়ায় দ্বিতীয় প্রান্তিকে রবি’র মোট ক্ষতির পরিমাণ ৩ কোটি ৪২ লাখ। অবচয়কে বিবেচনায় না আনলে ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফার পরিমাণ হতো ৯৮ কোটি ৫০ লাখ টাকা।
অপারেটরটি ৩.৫জি নেটওয়ার্কের সম্প্রসারণ এবং ২.৫জি নেটওয়ার্কের ভয়েস ও ইন্টারনেট সেবার মান উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মূলধনী ব্যয়-ভিত্তিক বিনিয়োগ ৫৬০ কোটি টাকাসহ কার্যক্রম শুরুর পর থেকে রবি’র মোট মূলধনী ব্যয়ভিত্তিক বিনিয়োগের পরিমাণ ১৭ হাজার ২৩০ কোটি টাকা। দেশের ৬৪টি জেলায় ৮ হাজার ৭০০টি’রও অধিক সাইট নিয়ে বিস্তৃত রবি’র নেটওয়ার্ক যার মধ্যে ৩.৫জি সাইটের সংখ্যা ৪ হাজার ৬০০টি’রও অধিক।
রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে বলেন, ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে আমাদের রাজস্ব স্থিতিশীল রয়েছে। তবে বায়োমেট্রিক সিম পুনঃনিবন্ধনের পদক্ষেপ নেতিবাচক প্রভাব ফেলেছে ব্যবসায়িক অগ্রগতিতে। এরপরও গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ২.৫জি/৩.৫জি নেটওয়ার্কের বিস্তৃতি ও আধুনিকায়নে ক্রমাগত বিনিয়োগ করে চলেছি।
সবসময়ের মতো এ বছরের প্রথমার্ধেও উদ্ভাবনী ও সাশ্রয়ী সেবা বাজারে এনেছি আমরা। এদেশের জনপ্রিয় শিল্পীদের গান ও আন্তর্জানিক অঙ্গনের নন্দিত গানের সম্ভার নিয়ে আমরা চালু করেছি ইয়ন্ডার মিউজিক যা শ্রোতাদের গানের পিঁপাসা মেটাতে এক অনন্য আয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি-আজিয়াটার রাজস্ব দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ