বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশুর দুধ কেনা নিয়ে দ্বন্দ্বে ভগ্নীপতির ছুরিকাঘাতে শ্যালক খুন হয়েছে। ঘটনাস্থল থেকেই তাৎক্ষণাৎ স্থানীয় লোকজন নিহতের ভগ্নীপতি হাবিবুল্লাহকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
নিহত সুমন (২৭) কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। আটক হাবিবুল্লাহ একই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
নিহতের বোন হোসনেরা জানান, হাবিবুল্লার সঙ্গে তিন বছর তার বিয়ে হয়। ৫ মাস আগে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। হাবিবুল্লাহ রাজমিস্ত্রীর কাজ করেন।
আর তার ভাই সুমন তাদের সঙ্গেই ফতুল্লার মুসলিমনগর এলাকায় রিপনের বাড়িতে ভাড়ায় থেকে গার্মেন্টে কাজ করেন। প্রায় এক মাস ধরে শিশু পুত্রের দুধ কিনে দেন না হাবিবুল্লা। এনিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বাসায় সুমনের সঙ্গে হাবিবুল্লার তর্ক হয়।
একপর্যায়ে রাত ১২টার দিকে সুমন এসে বাড়ির সামনের রাস্তায় দাড়ালে হাবিবুল্লাহ পিছন থেকে পরপর কয়েকটি ছুরিকাঘাত করেন।
এসময় স্থানীয় লোকজন হাবিবুল্লাহকে আটক করেন এবং সুমনকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য সুমনের লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।