Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনকে আনুষ্ঠানিক প্রেসিডেন্ট ঘোষণা কংগ্রেসের

ক্ষমতা হস্তান্তর করছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

দাঙ্গার আবহের মধ্যেই জো বাইডেনের ইলেক্টরাল কলেজ জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মার্কিন কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে ইলেক্টরাল কলেজ ভোট গণনার সময় হাতে গোণা কয়েকজন জর্জিয়া ও পেনসিলভেনিয়ার ইলেক্টরাল ভোট বাতিলের আবেদন জানান। আরিজোনা, নেভাদা, ও মিশিগানের ইলেক্টরাল ভোটের বিষয়েও অভিযোগ তোলে রিপাবলিকানরা। তবে তা ধোপে টিকেনি। এই ইলেক্টরাল ভোট গণনাকেই কেন্দ্র করেই বুধবার সংসদ ভবন ক্যাপিটল হিলে সহিংস তান্ডব চালিয়েছিল ট্রাম্প সমর্থকরা। এতে প্রাণ হারিয়েছে ৪ জন। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয় নিশ্চিত করা হয়। তবে এটা শুধুই রীতি মানার আনুষ্ঠানিকতা। বাইডেনের জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ট্রাম্প সমর্থকদের তান্ডবের কারণে কংগ্রেসের যৌথ অধিবেশন কয়েক ঘণ্টার জন্য স্থগিত হয়ে যায়। পরে আইন শৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের অধিবেশন শুরু হয়। অপর এক খবরে বলা হয় প্রথমবারের মতো ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় অনুমোদনের পর এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘যদিও আমি নির্বাচনের ফলাফল নিয়ে আমার মতামত সম্প‚র্ণ ভিন্ন, তবুও জানুয়ারির ২০ তারিখে নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে আমি সৎ থাকবো।’ বিবৃতিতে তিনি আরো বলেন, ’আমি সবসময় বলে আসছি আমাদের উচিত লড়াই অব্যাহত রাখা যাতে শুধু ন্যায়সঙ্গত ভোট গণনা করা হয়। যদিও এটি প্রেসিডেন্টদের ইতিহাসের সেরা প্রথম পর্বের সমাপ্তি, আমাদের আমেরিকাকে আবার মহান করার যুদ্ধের স‚চনা এটি মাত্র।’ ২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন। এই নির্বাচনে প্রতারণা করে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। বুধবার মার্কিন অঙ্গরাজ্য জর্জিয়ায় সিনেটের উপনির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন আইন পরিষদ ক্যাপিটল ভবনে জমা হওয়ার আহবান জানান। এর পরই ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হলে তান্ডব চালায়। ক্যাপিটল হিলের তান্ডবে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনে ক্যাপিটল ভবনে শুরু হওয়া মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টিটিভ ও সিনেটের যৌথ অধিবেশন স্থগিত করা হয়।ক্যাপিটল ভবন থেকে ট্রাম্প সমর্থকদের সরে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হলে অধিবেশন আবার শুরু হয়। অধিবেশনে উভয়কক্ষের সদস্যদের উপস্থিতিতে ইলেক্ট্ররাল কলেজের ৩০৬-২৩২ ভোটে জো বাইডেনের জয়কে অনুমোদন করা হয়। এই অনুমোদনের ফলে আগামী ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ