Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে বিদায় দেয়ার আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

পার্লামেন্ট ভবনে সমর্থকদের তান্ডবের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দিতে আলোচনা শুরু করেছেন তার মন্ত্রিসভার সদস্যরা। অন্তত তিনটি মার্কিন স¤প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, সংবিধানের ২৫তম সংশোধনীর ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা যদি প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য বলে বিবেচনা করে তাহলে তাকে সরিয়ে দিতে পারবে। ট্রাম্পের বিরুদ্ধে এই সংশোধনী প্রয়োগ করা হলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাকে সরিয়ে দিতে মন্ত্রিসভায় ভোটাভুটির নেতৃত্ব দেবেন। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বুধবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসেন। উভয় কক্ষের এই অধিবেশনে পপুলার ভোটের ভিত্তিতে ইলেকটোরাল কলেজের দেওয়া ভোটগুলো গোনা হয় এবং তা চ‚ড়ান্তভাবে প্রত্যয়ন করা হয়। অধিবেশনের কয়েক ঘন্টা আগেই এর বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক, যাদের মধ্যে উগ্রপন্থি বিভিন্ন গ্রæপের সদস্যরাও ছিলেন। সেই সমাবেশের বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এরপরই বেশ কিছু ট্রাম্প সমর্থক পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে তান্ডব শুরু করে। নজিরবিহীন এই তান্ডবের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। তবে এখনও পর্যন্ত নিহতদের কারও পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর মার্কিন স¤প্রচারমাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক রিপাবলিকান নেতাদের উদ্ধৃত করে জানিয়েছে, ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা চলছে। তারা বলছেন ট্রাম্প নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। সিবিএস’র প্রতিবেদক মার্গারেট ব্রেনান জানিয়েছেন, এখন পর্যন্ত মাইক পেন্সের কাছে আনুষ্ঠানিকভাবে কোনও কিছুই উপস্থাপন করা হয়নি। আর এবিসি প্রতিবেদক ক্যাথেরিন ফল্ডারস জানিয়েছেন, একাধিক স‚ত্র তাকে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার আলোচনা চলার কথা জানিয়েছেন। জো বাইডেনের দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে বুধবার কংগ্রেস ভবনে তান্ডবের পর ডেমোক্র্যাট আইন প্রণেতারাও ২৫তম সংশোধনী প্রয়োগের তাগিদ দিয়েছেন। হাউজ জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাটরা মাইক পেন্সকে চিঠি দিয়ে ট্রাম্পকে সরানোর আহবান জানিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প গণতন্ত্রকে হেয় করে দিয়েছেন। বুধবার ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলা হয়, ওই ভাষণ থেকে বোঝা যায় তিনি মানসিকভাবে সুস্থ নন। অন্যরা অভিযোগ করেন ট্রাম্প সন্ত্রাসবাদে মদত দিচ্ছেন। সিএনএন।



 

Show all comments
  • মেহেদী হাসান জনি ৮ জানুয়ারি, ২০২১, ২:৪৭ এএম says : 0
    গণতন্ত্রের প্রতিষ্ঠাতাদের হাতেই গণতন্ত্রের কবর রচিত হওয়া দেখতে চাই।
    Total Reply(0) Reply
  • Abdul Wahab ৮ জানুয়ারি, ২০২১, ২:৪৮ এএম says : 0
    ট্রাম্পকে আমি আগেই কইছিলাম বাংলাদেশ সফরে আসেন ইসির সাথে একটা একান্ত বৈঠক করেন,উনি আমার কথা রাখলেন না।উনি রাখলেন,মুদির কথা
    Total Reply(0) Reply
  • Abir Islam ৮ জানুয়ারি, ২০২১, ২:৫১ এএম says : 0
    ট্রাম্পে সাহায্য করে এক প্লাটুন ছাত্রলীগ পাঠনো হোক
    Total Reply(0) Reply
  • Syed Samsul Islam ৮ জানুয়ারি, ২০২১, ২:৫৭ এএম says : 0
    ট্রাম্প আরো ৫ বছর থাকলে বাংলাদেশের মত সবকিছু শিখে যেত,সেটা অনুসরন করে জোর করেই ক্ষমতায় বসে থাকতো।
    Total Reply(0) Reply
  • Mohammad Hossain ৮ জানুয়ারি, ২০২১, ২:৫৮ এএম says : 0
    মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী সহিংসতার বিষয়ে,ঢাকাস্হ মার্কিন রাষ্ট্রদুতের নিকট বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করা উচিত,তারা যেমনটি করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ