Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিযোগিতার সঙ্গে রেঞ্জেরও উদ্বোধন

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন হলো জাতীয় শুটিং প্রতিযোগিতার। সঙ্গে গুলশান শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেল রেঞ্জেরও উদ্বোধন করা হলো। গতকাল বিকালে গুলশান শুটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেক্সিমকো জাতীয় শুটিং প্রতিযোগিতা ও ১০ মিটার এয়ার রাইফেল রেঞ্জের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সেই সঙ্গে পাঁচজন ক্রীড়া ব্যক্তিত্বকে ‘শ্রেষ্ঠ শুটিং সংগঠক পদক’ বিতরণও করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী, মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু ও কোষাধ্যক্ষ এম কায়সারুল ইসলাম উপস্থিত ছিলেন। ১০ মিটার এয়ার রাইফেল শুটিং রেঞ্জের নামকরণ করা হয় ফেডারেশনের সাবেক সভাপতি মরহুম হেসাম উদ্দিন আহমদের নামে। শ্রেষ্ঠ শুটিং সংগঠক পদক প্রাপ্তরা হলেন- শুটিং ফেডারেশনের সাবেক সভাপতি মরহুম লে. কর্নেল হেসামউদ্দিন আহমদ, আবদুল মুয়ীদ চৌধুরী, মরহুম জালাল উদ্দিন আহমেদ, মরহুম মেজর (অব.) মেহেদী আলী ইমাম (বীর বিক্রম) ও মরহুম কাজী মনিরুজ্জামান। পদক প্রাপ্তদের নগদ ২৫ হাজার টাকা ও একটি করে মেডেল তুলে দেন বাণিজ্যমন্ত্রী। আবদুল মুয়ীদ চৌধুরী ছাড়া পদকপ্রাপ্ত অন্য সংগঠকদের পরিবারের সদস্যরা এই সম্মাননা গ্রহণ করেন। আটদিন ব্যাপী আয়োজিত বেক্সিমকো জাতীয় শুটিং প্রতিযোগিতায় ৩৫টি ক্লাবের ৩১০ জন শুটার ও কর্মকর্তা ২৩টি ইভেন্টে অংশ নিচ্ছেন। কাল জাতীয় শুটিং প্রতিযোগিতার উদ্বোধন হলেও রেঞ্জের লড়াই শুরু হবে আজ থেকে। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিও ক্ষেত্রে পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই নেতৃত্বে এদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। আমাদের গ্রামীণ অর্থনীতি অন্যান্য দেশের জন্য রোল মডেল। উন্নয়নের যে জোয়ার শুরু হয়েছে, তাতে সেদিন বেশী দূরে নয় যেদিন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বয়ং সম্পূর্ণ দেশের পরিচিতি লাভ করবে।’
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘এদেশের শুটাররা অলিম্পিকে স্বর্ণ জিতবে, সেই স্বপ্ন দেখছি আমি। আর আমাদের স্বপ্নের বাস্তবায়নের জন্য শুটিং ফেডারেশনের সুযোগ্য সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী এবং মহাসচিব ইন্তেখাবুল হামিদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুটিংয়ের যে কোন প্রয়োজনে তারা আমাকে পাশে পাবেন।’ শুটারদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, ‘তোমরাই পারো বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক পরিমন্ডলে পত পত করে উড়াতে। সে জন্য একান্ত অধ্যাবসায়ের মাধ্যমে অনুশীলন করে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরী করতে হবে।’ শুটিং ফেডারেশনের সভাপতি ও জ্বালানী সচিব নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ‘অলিম্পিকে স্বর্ণপদক জয়ে শুটিংয়েরই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এর জন্য সরকারী ও বেসরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন।’ মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘শুটারদের প্রশিক্ষণ ও মান বাড়ানোর ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ এবং ট্রেনিং সেন্টার নির্মানে সরকার সহযোগিতা করছে। এখন প্রয়োজন বেসরকারি পর্যায়ে সহযোগিতা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিযোগিতার সঙ্গে রেঞ্জেরও উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ