Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেলের বিদায়

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের বাছাই পর্বের প্লে-অফ পর্বটি পেরুতে পারল না শেখ রাসেল ক্রীড়া চক্র। ভুটানের ক্লাব এফসি টারটনের কাছে হেরে আসর থেকে বিদায় নিলো তারা। গতকাল থিম্পুতে এফসি টারটন ৪-৩ গোলে হারায় শেখ রাসেলকে। বিজয়ী দলের চেমচো জেলটশেন ১৮ও ২০ মিনিটে ২ গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ২১ মিনিটে শেখ রাসেলের পক্ষে প্রথম গোল করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ইকাঙ্গা। কিন্তু ৩০ মিনিটে তেনজিন দরজি ও ৩৫ মিনিটে শেরিং ওয়াঙডি আরো দু’টি গোল করলে ৪-১ গোলে এগিয়ে যায় টারটন। পরে ৬৬ মিনিটে রাসেলের শাখাওয়াত হোসেন রনি ও ৭০ মিনিটে আবারো ইকাঙ্গা গোল করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশের দলটি। ম্যাচে ড্র করতে পারলেও শেখ রাসেল গ্রæপ চ্যাম্পিয়ন হতে পারত। কারণ প্রথম ম্যাচে তাইপের টাটুংয়ের সঙ্গে শেখ রাসেল ১-১ গোলে ড্র করলেও টারটন-টাটুং ম্যাচ গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ও শেষ ম্যাচে টারটনের বিপক্ষে ড্র করলে এএফসি কাপের বাছাই পর্বের প্লে-অফ পর্ব পার হতে পারত শেখ রাসেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ রাসেলের বিদায়

২৬ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ