Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমোরে পেলের স্বপ্নপূরণ

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সি গায়ে জিতেছেন তিনটি বিশ্বকাপ। কিন্তু অলিম্পিকে স্বর্ণ কোনোদিনও জিততে পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। শুধু তিনি কেন, দেশটির কেউই কোনোদিন গলায় ঝোলাতে পারেননি গর্বের এই সোনালি পদক। নেইমাদের হাত ধরে সে আক্ষেপ পূরণ হয়েছে ব্রাজিলের। জার্মানিকে পেনাল্টিতে হারিয়ে রিও অলিম্পিকের স্বর্ণ জিতে নিয়েছেন নেইমাররা। নিজে না খেললেও দেশের স্বর্ণ জয়ে স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন ফুটবল স¤্রাট পেলে। ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি বলেন, ‘ব্রাজিল অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতবে, আমি গোটা জীবন ধরে এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে এসেছি। এবার আমার স্বপ্ন পূরণ হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেইমোরে পেলের স্বপ্নপূরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ