Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুড়িয়ে পাওয়া গ্রেনেড নিয়ে খেলার সময় ৩ শিশুর প্রাণহানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১১:০২ এএম | আপডেট : ১২:৫৯ পিএম, ৭ জানুয়ারি, ২০২১

পাকিস্তানে কুড়িয়ে পাওয়া গ্রেনেড নিয়ে খেলা করার সময় তা বিস্ফোরণ ঘটলে ৩ শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ শিশু। গতকাল বুধবার (৬ জানুয়ারি) দেশটির পেশোয়ারে এই ঘটনা ঘটে।
দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের পেশোয়ারের একটি মাঠ থেকে গ্রেনেডটি কুড়িয়ে পায় শিশুরা। স্থানীয় জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা মরসুর আমান ফরাসি বার্তা সংস্থা এফপিকে জানান, শিশুরা কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা সদস্যরা। আহত দুই শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। হতাহতের ঘটনায় আশপাশের এলাকায় শোক নেমে এসেছে।
ঘটনার তদন্ত শুরু হলেও সেখানে কোন বিদ্রোহী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে গ্রেনেড রেখেছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে, বিস্ফোরিত বোমাটি তালেবানদের বলে ধারণা প্রশাসনের। দেশটিতে মাঝেমধ্যে এমন ঘটনায় প্রাণ হারান অনেকে। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ