নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টেও লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তান। উত্তরস‚রিদের এমন হতশ্রী পারফরম্যান্সে বিরক্ত হয়ে আরও একবার দলটির টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তোপ দাগলেন শোয়েব আখতার। পাকিস্তানের সা¤প্রতিক টেস্ট পারফরম্যান্সের জন্য দেশটির ক্রিকেট বোর্ডের নীতিকে দায়ী করছেন সাবেক এই ফাস্ট বোলার। তার মতে, পিসিবি ‘গড়পড়তা খেলোয়াড়’ তুলে আনছে। তাই ‘স্কুল পর্যায়ের’ ক্রিকেট খেলছে দল।
তৃতীয় দিন শেষে হারের শঙ্কায় থাকা অবস্থাতেই টুইটারে পোস্ট করা ভিডিওতে পিসিবির কড়া সমালোচনা করেন শোয়েব, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের তৈরি করা নীতিতে নিজেরাই কাটা পড়ছে। গড়পড়তা খেলোয়াড়দের তুলে আনা এবং খেলানোর কাজ তারা করেই যাচ্ছে। সাধারণ মানের দল বানিয়েই যাচ্ছে। আর গড়পড়তা কাজ চালিয়ে গেলে গড়পড়তা ফলই আসবে। যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তখনই তাদের ধুঁকতে দেখা যাবে। তারা স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে এবং টিম ম্যানেজমেন্ট তাদের স্কুল পর্যায়ের ক্রিকেটার বানিয়ে ফেলেছে। এখন আবার তারা ম্যানেজমেন্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু তারা কবে বদলাবে?’
এদিকে, মিসবাহ-উল-হকের সামর্থ্য নিয়ে সংশয় জেগেছে আকিব জাভেদের। সাবেক এই পেসারের মতে, পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালনের জন্য যোগ্য নন মিসবাহ। সাবেক এই অধিনায়কের ওপর আকিব এতটাই ক্ষুব্ধ যে লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বলেন, মিসবাহকে কোনো স্কুলও তাদের প্রধান কোচ করবে না!
মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে যারা দায়িত্ব দিয়েছেন তাদেরও সমালোচনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য আকিব, ‘ওয়াকার ইউনিস ও মিসবাহ-উল-হকের কোচিংয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। তবুও তাদের জাতীয় দলের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি যারা নিয়েছে, এর জন্য তারা দায়ী। মিসবাহর কোচিং দেখে আমার মনে হয়, এমনকি কোনো স্কুলও তাকে কাজ দেবে না। দলের সঙ্গে পেশাদার কোচদের থাকা উচিত। কেবল মাত্র তখনই পরিস্থিতির উন্নতি হবে।’
দলের কঠিন এই সময়ে কোচদের সমালোচনা করলেও নিজে দায়িত্ব নিতে আগ্রহী নন আকিব। কারণ হিসেবে পিসিবির কর্তাদের ও সংস্থাটির চলমান সিস্টেমকে দুষলেন পিএসএল দল লাহোর কালান্দার্সের এই কোচ, ‘ওয়াসিম খান ও তার আশেপাশে যারা আছে, তারা কখনও বাস্তবতার ধার ধারে না। এই জন্য পিসিবির মধ্যে অনেক প্রশাসনিক সমস্যা রয়েছে। যদি পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নের জন্য পিসিবি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের হকির যে পরিস্থিতি হয়েছে ক্রিকেটের ভাগ্যেও তাই ঘটবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।