মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটে অংশ নিতে বাহরাইন সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাবে বলে গত শুক্রবার উপসাগরীয় দ্বীপ দেশটি জানিয়েছে। বাহরাইনের প্রধান মিত্র সউদি আরব সিরিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণার একদিন পরে বাহরাইন এ ঘোষণা দিল। ব্রিটেনে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ বিন মোহাম্মদ আল-খলিফা গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধে সউদির সঙ্গে যুগপৎভাবে বাহরাইন কাজ করতে চায়। সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাতে বাহরাইন প্রস্তুত। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতও স্থল অভিযানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আরব আমিরাত সউদি প্রভাবিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) অন্যতম সদস্য দেশ। গত বৃহস্পতিবার সউদি আরব জানিয়েছে, মার্কিন জোট সিরিয়ায় স্থল অভিযান চালানোর প্রয়োজনীয়তা বোধ করলে সউদি তাদের সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত। এপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।