Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনা পাঠাচ্ছে বাহরাইন

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটে অংশ নিতে বাহরাইন সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাবে বলে গত শুক্রবার উপসাগরীয় দ্বীপ দেশটি জানিয়েছে। বাহরাইনের প্রধান মিত্র সউদি আরব সিরিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণার একদিন পরে বাহরাইন এ ঘোষণা দিল। ব্রিটেনে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ বিন মোহাম্মদ আল-খলিফা গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধে সউদির সঙ্গে যুগপৎভাবে বাহরাইন কাজ করতে চায়। সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাতে বাহরাইন প্রস্তুত। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতও স্থল অভিযানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আরব আমিরাত সউদি প্রভাবিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) অন্যতম সদস্য দেশ। গত বৃহস্পতিবার সউদি আরব জানিয়েছে, মার্কিন জোট সিরিয়ায় স্থল অভিযান চালানোর প্রয়োজনীয়তা বোধ করলে সউদি তাদের সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত। এপি, রয়টার্স।



 

Show all comments
  • Yusuf ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০৬ পিএম says : 0
    সেনা পাঠাচ্ছে বাহরাইন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনা পাঠাচ্ছে বাহরাইন

৭ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ