Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমালিয়ায় গুরুত্বপূর্ণ বন্দরনগরী পুনর্দখল আল শাবাবের

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিত মেরকা শহরটি আফ্রিকান ইউনিয়ন বাহিনীর কাছ থেকে পুনরায় দখলে নিয়েছে আল শাবাব যোদ্ধারা। বন্দরনগরী মেরকা সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসি জানিয়েছে, সোমালিয়ার এই গুরুত্বপূর্ণ নদী বন্দর নিয়ন্ত্রণ করছে এখন আল সাবাব যোদ্ধারা।
সংবাদ সূত্রে আরো জানা গেছে, মেরকার পুলিশ স্টেশনে ও ফেলে যাওয়া আফ্রিকান ইউনিয়ন বাহিনীর হেডকোয়ার্টারে সুন্নিপন্থি আল সাবাবের কালো পতাকা উড়ছে। সাড়ে ৩ বছর আগে আল সাবাব বাহিনী এই শহর থেকে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল, বন্দরটি সেখান থেকে দখলে ছিল আফ্রিকান ইউনিয়নের।
শুক্রবার সকাল বেলায় মেরকার পতনের পরে আল সাবাবের প্রতিপক্ষ যোদ্ধারা মনোবল ভেঙে ফেলে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়ায় গুরুত্বপূর্ণ বন্দরনগরী পুনর্দখল আল শাবাবের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ