প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিলাল আহমেদ (অভয় দেওল) থাকে পাকিস্তানের লাহোরে। আর অন্য অনেক পাকিস্তানি তরুণের মত তারও স্বপ্ন একদিন সে তার দেশের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলবে। কিন্তু তার স্বপ্ন পূরণে বাধ সাধে তার বাবা। বাবার আশা বিলাল একদিন সফল এক রাজনীতিক হবে। বাবার স্বপ্ন পূরণের জন্য সে তার নিজের স্বপ্নকে বলি দেয়। তবে একটি স্বপ্ন তার পূরণ হয়েছে শৈশবে সাথি জোয়াকে (মোমাল শেখ) সে বিয়ে করতে পেরেছে। ক্রিকেটার হলে হয়তো বিলালের জীবনটা রঙচঙে হতে পারত কিন্তু এখন যে জীবন কাটাচ্ছে তা একেবারে সাদামাটা নিস্তরঙ্গ। একদিন তার কাছে যখন তিনটি উপহারের ঝুড়ি এসে পৌঁছে তার সরল সহজ জীবনধারা একেবারে বদলে যায়। সব জটিল আর হাস্যকর হয়ে পড়ে। অন্যদিকে ভারতের অমৃতসরে হরপ্রীত কওর ওরফে হ্যাপির (ডায়ানা পেন্তি) বিয়ে ঠিক হয় দামান সিং বাগ্গা নামে এক ষÐা মার্কা ব্যবসায়ীর। বলাই বাহুল্য এই বিয়েতে হ্যাপি রাজি নয়। হ্যাপির পছন্দ গুরদীপ সিং ওরফে গুড্ডকে (আলি ফজল)। কোনও ভাবেই সে বাগ্গাকে বিয়ে করতে রাজি নয়। এর মধ্যে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। বিয়ের আসর থেকেই সে পালিয়ে যায়। ঝুড়ি ভরা একটি ট্রাকে চড়ে বসে সে। ঝুড়ি আর হ্যাপিসহ এই ট্রাকটিই বিলালের বাড়িতে এসে পৌঁছে। শুরু হয় দুই বিবদমান দেশের মধ্যে মজার জটিলতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।