Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএসপি মেয়েকে স্যালুট ইন্সপেক্টর বাবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

মেয়ে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) আর বাবা হলেন পুলিশের ইন্সপেক্টর। কর্মস্থলে পদমর্যাদায় মেয়ের অবস্থান বাবার ওপরে। দায়িত্ব পালন করার সময় বাবা-মেয়ের দেখা। মেয়েকে দেখা মাত্রই স্যালুট দিয়ে বসলেন বাবা। আর এমন দৃশ্য স¤প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে এ ছবি পোস্ট করা হয়। জানা গেছে, এ ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন শ্যামসুন্দর। অনেক বছর ধরেই পুলিশে কর্মরত আছেন তিনি। এর মাঝে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) হিসেবে মেয়ে জেসি প্রশান্তিও যোগ দিয়েছেন। হঠাৎ করে কর্মস্থলে মেয়ের সঙ্গে দেখা হতেই তাকে স্যালুট করলেন বাবা শ্যামসুন্দর। তখন দুইজনের পরনে ছিল পুলিশের ইউনিফর্ম। আর মুখে ছিল শ্রদ্ধা আর সম্মানের হাসি। বাবা শ্যামসুন্দর বলেন, প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মেয়ের মুখোমুখি হলাম। একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। মেয়ে আমার থেকে সিনিয়র পদে আছেন। তাই তার প্রতি সম্মান রেখে স্যালুট করেছি। সবাইকে অবাক করে দিয়ে ব্যক্তিগত সম্পর্ক ভুলে দায়িত্ব পালনে আন্তরিকতার অনন্য উদাহরণ তৈরি করলেন বাবা ও মেয়ে। অসাধারণ দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন সেখানে থাকা অন্য কর্মকর্তারা। এনডিটিভি।

 

 



 

Show all comments
  • Aftab uddin Ahmed ৬ জানুয়ারি, ২০২১, ৫:২৩ এএম says : 0
    Respect is humanity.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ