Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শরণার্থীর ছদ্মবেশে ইউরোপে যোদ্ধা পাঠাচ্ছে আইএস

জার্মান নিরাপত্তা প্রধানের অভিযোগ

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) শরণার্থীর ছদ্মবেশে ইউরোপে ঢুকেছে বলে জানিয়েছে জার্মানি। বার্লিনে আইএস-এর একটি হামলা পরিকল্পনা নস্যাৎ করার একদিন পর জার্মানির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বিএফভি-র প্রধান হান্স গগ মাসেন একথা বললেন। তিনি বলেন, প্যারিসে গত বছর নভেম্বরের হামলাই দেখিয়ে দিয়েছে আইএস ইচ্ছাকৃতভাবে ইউরোপ অভিমুখী শরণার্থীর স্রোতে সন্ত্রাসীদের ঢুকিয়ে দিচ্ছে। জেডডিএফ টিভি’তে মাসেন বলেন, তারপর আমরা বারবারই দেখেছি সন্ত্রাসীরা গোপনে কিংবা শরণার্থীর ছদ্মবেশে ইউরোপে ঢুকেছে। প্রকৃতপক্ষে নিরাপত্তা সংস্থাগুলোকেই এ সমস্যা সামাল দিতে হচ্ছে। আইএস থেকে এখনও আরও এরকম যোদ্ধা কিংবা সন্ত্রাসী ঢুকছে কিনা তা আমরা শনাক্ত করতে চেষ্টা করছি।
বেলিনার জাইতুং পত্রিকা গত শুক্রবার মাসেনের উদ্ধৃতি দিয়ে বলেছে, জার্মানিতে বর্তমানে অবস্থানরত শরণার্থীদের মধ্যে আইএস যোদ্ধা রয়েছে বলে বিএফভি ১শ’রও বেশি গোপন তথ্য পেয়েছে। প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকে এ ধরনের হামলা জার্মানিতেও হওয়ার আশঙ্কা বেড়েছে। আইএস জেহাদিদের সঙ্গে যোগসাজশে জার্মানির রাজধানীতে হামলার প্রস্তুতি নেয়ার সন্দেহে দেশটির নিরাপত্তা বাহিনী দুইজনকে গ্রেপ্তার করেছে। গতবছর কর্তৃপক্ষ জঙ্গি হামলার আশঙ্কায় হ্যানোভারে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বাতিল করে। নববর্ষের সময় নিরাপত্তাজনিত কারণে বন্ধ করা হয় মিউনিখ স্টেশনও। মাসেন বলেন, আমরা মারাত্মক পরিস্থিতিতে আছি। জার্মানি হামলার অনেক বেশি ঝুঁকিতে আছে। তবে দেশের নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা সংস্থা ও পুলিশ কর্তৃপক্ষ সতর্ক রয়েছে এবং তারা যথাসম্ভব ঝুঁকি কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণার্থীর ছদ্মবেশে ইউরোপে যোদ্ধা পাঠাচ্ছে আইএস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ