Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরপাড়ার হিন্দু পল্লীতে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৪৪ জনের জামিন নামঞ্জুরঃ জেল হাজতে প্রেরণ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৬:২৬ পিএম

রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়ার হিন্দু পল্লীতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় ৪৪ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর নাজুমল কাদের বিষয়টি নিশ্চত করেছেন।
উল্লেখ্য, মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে ২০১৭ সালের ৬ নভেম্বর ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। এরপর শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। পরে কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু স¤প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে।

এ নিয়ে স্থানীয় মুসলি­ ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত এবং পুলিশসহ ১৫ জন আহত হন।
এ ঘটনায় সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই মকবুল হোসেন। এদের মধ্যে এজাহারভুক্ত ৪৪ জন মঙ্গলবার (৫ জানুয়ারি) আদালতে আত্মসমর্পণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন নামঞ্জুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ