মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অশান্তির জন্য সব সময় পাকিস্তানি সেনাবাহিনীকে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তার মতে, সমস্যার সমাধান খুঁজতে কেন্দ্রীয় সরকারের উচিত একটি রাজনৈতিক আলোচনায় বসা। গত মঙ্গলবার সাংবাদিকদের অ্যান্টনি বলেন, কাশ্মিরের একটা রাজনৈতিক সমাধান দরকার। প্রথমে সব দলের প্রতিনিধিদের পাঠাতে হবে, পরে তাদের সঙ্গে বৈঠকে বসে আলোচনা করতে হবে। এই পরিস্থিতি আর ফেলে রাখা সম্ভব নয়। অ্যান্টনির মতে, যে কোনোভাবেই হোক, মানুষের মন জয় করতে হবে। বিশেষ করে যুব সম্প্রদায়ের। তিনি বলেন, আমি জানি, সমস্যা রয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী আরো সমস্যা সৃষ্টি করছে। ওরা এটা করতেই থাকবে। কিন্তু সবসময় তাদের ওপর দোষারোপ করাটাই কোনো সমাধান নয়। প্রসঙ্গত, গত ৮ জুলাই নিরাপত্তাবাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদিন কমান্ডার বোরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে কাশ্মিরে ব্যাপক উত্তেজনা চলছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৬৯ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু। ইনডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।