Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় তুর্কি ট্যাংক বাহিনীর অভিযান

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  জঙ্গি দমনে নতুন উদ্যমে এগিয়ে চলেছে তুর্কি বাহিনী। এরই মধ্যে সিরিয়ার সীমান্তবর্তী শহর জারাব্লাস থেকে জঙ্গিগোষ্ঠী আইএসকে হটাতে সিরিয়ায় প্রবেশ করেছে তুর্কি ট্যাংক। পেছনে রয়েছে তুর্কি এবং মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর যুদ্ধবিমানের সহায়তা। তুরস্কের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়েছে, তুর্কি বিশেষ বাহিনী সীমান্ত অতিক্রম করে গত বুধবার ভোরে জারাব্লাসে প্রবেশ করেছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি গত বুধবার তুর্কি কর্মকর্তাদের বরাতে জানায়, স্থানীয় সময় ভোর ৪টায় শুরু হওয়া এ সামরিক অভিযানের উদ্দেশ্য তুর্কি সীমান্ত থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করা, সীমান্ত নিরাপত্তা জোরদারে সহায়তা করা এবং সিরিয়ার আঞ্চলিক সার্বভৌমত্বকে সহায়তা করা। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, এ অভিযানে কামান ও রকেট নিক্ষেপের পাশাপাশি বিমান হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। এরপর রয়েছে ভারী সাঁঁজোয়া যান সমেত স্থলবাহিনী। এদিকে বুধবার রাজধানী আঙ্কারায় এক বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, অভিযানে আইএস ও সিরিয়ান কুর্দি বাহিনীকে (পিওয়াইডি) টার্গেট করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় তুর্কি ট্যাংক বাহিনীর অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ