Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটি টাকার চাকরির অফার বিহারের ওয়েল্ডার পুত্রের

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ধৈর্যশীল ব্যক্তির ক্ষেত্রেই তা সম্ভব। এমনই ঘটনা ভারতের বিহারে। অতি সাধারণ পরিবারের ছেলে। লাখ টাকা নয়, ১.০২ কোটির চাকরির অফার পেয়েছেন বিহারের ওয়েল্ডিং মিস্ত্রির ছেলে বাৎসল্য সিং চৌহান। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। বিহারের সরকারি হিন্দি মাধ্যম স্কুল আইআইটি-খড়গপুরের ফাইনাল ইয়ারের ছাত্র বছর বাইশের বাৎসল্য। বাবা ওয়েল্ডার শ্রমিক। বিহারের খাগারিয়ার সানহৌলি গ্রামের সেই ওয়েল্ডারের ছেলে এবার চাকরি করবেন মার্কিন সফটওয়ার জায়েন্ট মাইক্রোসফটে। জানা গেছে, বাৎসল্যকে বার্ষিক ১.০২ কোটি টাকা অফার করেছে মাইক্রোসফট। ছয় ভাই-বোনের মধ্যে বাৎসল্যই সবচেয়ে বড়। ২০১১-এ ১২ ক্লাসের পরীক্ষায় ৭৫% নম্বর পেয়ে আইআইটির তোড়জোড় শুরু করেন। তার জন্য বিশেষ কোচিং নিয়ে সফলও হন। আইআইটি এন্টেরেন্স পরীক্ষায় অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ৩৮২ পায়। খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। গত ডিসেম্বরে ক্যাম্পাস প্লেসমেন্টের সময় মাইক্রোসফটা তাকে বার্ষিক ১.০২ কোটি টাকার চাকরি অফার করে। বাৎসল্য জানান, বি টেক শেষ করে চাকরিতে যোগ দেবেন। বাৎসল্যর বাবা চন্দ্রকান্ত জানান, তার মতো সামান্য একজন শ্রমিক ছেলের পড়াশোনার পেছনে এত টাকা খরচ করবেন কী করে! তাই ব্যাংক থেকে ছেলের জন্য এডুকেশন লোন নেন। ইন্ডিয়া টুডে।



 

Show all comments
  • ridoy hossan ১০ জানুয়ারি, ২০২০, ৮:৪০ পিএম says : 0
    আছছালামুআলাইকুম আমার একটা চাকরি লাগবে আমি বেকার
    Total Reply(0) Reply
  • ridoy hossan ১০ জানুয়ারি, ২০২০, ৮:৪৩ পিএম says : 0
    hi im ridoy amer akta chakri lakba ami bakar
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটি টাকার চাকরির অফার বিহারের ওয়েল্ডার পুত্রের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ