Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভ্যাকসিন নিলেই ছাড়তে হবে মদপান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

মহামারি করোনা ভাইরাসের অনুমোদিত ভ্যাকসিন বিশ্বের বেশ কয়েকটি দেশে স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুতই পৃথিবীর সকল মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে। তবে করোনার ভ্যাকসিন নেয়ার পর মদ্যপান নিয়ে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা। এতে মদ্যপায়ীদের মাথায় বাজ পড়েছে। এক দল স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করে জানিয়েছেন যারা করোনার ভ্যাকসিন নেবেন, তাদের ছাড়তে হবে মদ্যপান। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণারত ইমিউনোলজিস্ট অধ্যাপক শীনা ক্রুইকশ্যাঙ্ক এ বিষয়ে জানান, মদের মধ্যে থাকা অ্যালকোহল মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ভ্যাকসিন নেওয়ার পর আর মদ্যপান করলে, তা কাজ না করার সম্ভাবনা প্রবল। অ্যালকোহল মানুষের শরীরে অন্ত্রের মধ্যে থাকা মাইক্রো অরগ্যানিজমের রূপ বদলে দেয়। যার ফলে তা আর ব্যাক্টেরিয়া বা ভাইরাসের সঙ্গে যুঝতে পারার মতো অবস্থায় থাকে না। যার ফলে রক্তের মধ্যে থাকা শ্বেত রক্তকণিকার কর্মক্ষমতা নষ্ট হয়, তাতে ভাইরাস সহজেই শরীরকে কাবু করে ফেলতে পারে। যুক্তরাজ্যের এমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রনেক্স ইখারিয়া গবেষণা চালান রক্তের নমুনার ওপর। যেখানে তিনি মদ্যপানের আগের এবং পরের রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। সেখানেই স্পষ্ট পার্থক্য সামনে এসেছে। তিনি সেই তথ্যচিত্র তুলে ধরেছেন । মেট্রো ডট ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ