মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান পাখির ঝাঁকের সাথে ধাক্কা লেগে জরুরি অবতরণ করেছে। রোববার তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইস্তাম্বুল থেকে কাজাখস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় বিমানটি এ দুর্ঘটনার সম্মুখীন হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, ইস্তাম্বুল বিমানবন্দর থেকে বিমানটি আকাশে ওড়ার পরই পাখির একটি ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বিমানটিকে ইস্তাম্বুল বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তুর্কি এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বি-৭৭৭-এফ মডেলের কার্গো বিমানটি ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের সময় আকাশে ওড়ে। পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পরে বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানটি আধা ঘণ্টা ওড়ার পর পুনরায় আতাতুর্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ইয়েনি শাফাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।