Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চতুর্থ দফায় ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে চতুর্থ ধাপে ৫৬টিতে ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। গতকাল রোববার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ইসি সচিব বলেন, কমিশনের অনুমোদনের পর সোমবার এই তফসিল দেয়া হয়েছে। ৬৪টি পৌরসভার সবগুলোতেই ব্যালট পেপারে হবে ভোট হবে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। তার মধ্যে চার ধাপে ২০৬টি পৌরসভার তফসিল হল। এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সে সময় ২০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়।
পৌরসভা গুলো হচ্ছে, ঠাকুরগাঁও, ও রানীশংকাইল, রাজশাহী জেলার নওহটা, গোদাগাড়ী, তানোর, তাহেরপুর, লালমনির হাট, ও লালমনির হাটের পাট গ্রাম, নরসিংদী ও মাধবদী, রাজবাড়ি জেলার গোয়ালন্দ ও রাজবাড়ি, বরিশালের মুলাদী ও বানারীপাড়া, শেরপুর, শ্রীবরদী, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ,নাটোরের বড়াইগ্রাম ও নাটোর, খাগড়া ছড়ি জেলার মাটিরাঙ্গা, বান্দবান,বাঘেরহাট, সাতক্ষীরা, হবিগঞ্জের চুনারুঘাট, কুমিল্লা জেলার হেমনা, দাউদকান্দি, চট্টগ্রামের সাতকানিয়া, পুটিয়া ও চন্দনাই, কিশোরগঞ্জের বাজিতপুর, হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইল জেলার কালিহাতী, ও গোপালপুর, পটুয়াখীর কলাপড়া, চুয়াডাঙ্গার জীবননগর ও আলমড্ঙ্গাা, ফেনী জেলার পশুরাম, চাঁদপুরের কচুয়া, ও ফরিদগঞ্জ, মাদারীপুরের কালকীনি, নেত্রকোণা, যশোর জেলার চৌগাছা, বাঘাপাড়া, রাঙ্গামাটি, মুন্সিগঞ্জের মিরকাদিম, শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, ময়মনসিংহের ফুলপুর, জয়পুর হাটের আক্কেলপুর ও কালাই, নোয়াখালীর চাটখিল, ব্রক্ষাণবাড়িয়া জেলার আখাউড়া, লক্ষীপুর জেলার রামগতি, ফরিদপুরের নগরকান্দা এবং সিলেট জেলার কানাইঘাট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ