Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নটজে তোপে বিধ্বস্ত শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সেঞ্চুরিয়নে লড়াইটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় টেস্টে কি হল? অ্যানরিচ নটজের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না লঙ্কানরা। ১৪.৩ ওভারের একটি ঝড় তুললেন এই ২৭ বছর বয়সী পেসার। তুলে নিলেন ৬ উইকেট। মাত্র ৪০.৩ ওভারই টিকতে পারল সফরকারিরা। সংগ্রহ ১৫৭ রান।

গতকাল জোহানসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার পতনটা শুরু হয় ৬৭ বলে ১১ চারে ব্যক্তিগত ৬০ রানে কুশলের সাঝঘরে ফিরে যাওয়ার পরই। সফরকারিদের সংগ্রহ তখন ২০ ওভারে ২ উইকেটে ৭১। এরপর সবাই মিলে টিকতে পেরেছেন মাত্র ২০ ওভার। দলীয় সংগ্রহ একশ’র আগেই ৬ উইকেট হারিয়ে ছন্নছাড়া লঙ্কানদের রানটা দেড়শ পার হয় দুই টেলএন্ডারের জোরে। দলে চারজন ব্যাটসম্যান ব্যাতীত সবাই ফিরেছেন দুই অঙ্কের নিচে। রিপোর্টটি লেখা পর্যন্ত জবাবে বাট করতে নেমে ১ উইকেটে ৬৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিধ্বস্ত-শ্রীলঙ্কা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ