Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ জানুয়ারি থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

আগামী ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক সিনেমার শুটিং। যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করছেন বলিউড পরিচালক শ্যাম বেনেগাল। শুটিং চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত। শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশের শিল্পী-কলাকুশলীরা ২০ জানুয়ারির মধ্যে ঢাকা থেকে মুম্বাইয়ে যাবেন। একটানা আড়াই মাস শুটিং চলবে বলে জানা গেছে। প্রথমে বাংলাদেশে সিনেমাটির শুটিং করার কথা ছিল। তবে করোনার কারণে তা করা সম্ভব হয়নি।
গত ১৭ মার্চ এফডিসিতে সিনেমাটির মহরতের আয়োজন করা হয়েছিল। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, আরেফিন শুভ, জান্নাতুল সুমাইয়া হিমি, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদের মধ্যে একাধিক শিল্পী। তারা আগামী ১৯ জানুয়ারি মুম্বাই যাবেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন যোগ দেবেন সেখানে। ২৫ জানুয়ারি শুটিং শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের জন্য কিছু দিনের বিরতি থাকবে।
তারপর বাংলাদেশে শুটিং হওয়ার কথা রয়েছে। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। অনান্য্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)। বাংলাদেশ-ভারত প্রযোজিত সিনেমাটি এ বছর মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ