Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চে টার্ফে গড়াবে প্রিমিয়ার হকি লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৮:১০ পিএম

ঘরোয়া হকির সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগ সর্বশেষ টার্ফে গড়িয়েছিল ২০১৮ সালে। এরপর এ লিগের খেলা নেই দুই বছরেরও বেশি সময় ধরে। ফলে খেলোয়াড় দলবদলের কার্যক্রমও চলেনি এই সময়ে। তবে আশার কথা এবার হয়তো সেশনজট কাটছে। খেলোয়াড়দের রুটি-রুজির একমাত্র বন্ধ থাকা পথ প্রিমিয়ার লিগের গেঁরো খুলতে যাচ্ছে। লিগ শুরুর দিনক্ষণ অনেকটা চূড়ান্ত করেই ফেলেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই টার্ফে গড়াবে ঘরোয়া হকির মর্যাদার আসর। তাই বাহফে সহসাই দলবদল কার্যক্রম শুরু করতে চাইছে। আগামী ১৫ জানুয়ারি লিগ কমিটির সভায় দলবদলের জন্য সিদ্ধান্ত নিচ্ছে তারা। তথ্যটি রোববার নিশ্চিত করেছেন বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘আমরা মার্চ মাসে প্রিমিয়ার লিগের খেলা শুরু করতে চাই। এ লক্ষ্যে এ মাসেই দলবদলের সিদ্ধান্ত নেবো।’

হাতেগোনা কিছু টুর্নামেন্ট হলেও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের খেলা গড়ায়নি দুই বছরের বেশি সময় ধরে। তবে গেল বছরের শেষ দিকে একবার দলবদলের পরিকল্পনা করেছিল বাহফে। কিন্তু তা সম্ভব হয়নি। তবে জানা গেছে, লিগ কমিটির আগামী সভায় দলবদলের দিনক্ষণ চূড়ান্ত হবে। ক্লাবগুলোকে এক থেকে দেড়মাস সময় দেয়া হবে। এরপরেই মার্চে লিগের খেলা শুরু হবে। মোহাম্মদ ইউসুফ আরো বলেন, ‘১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত ঢাকায় চলবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। এরপরেই আমরা প্রিমিয়ার লিগের খেলা শুরু করবো। কারণ খেলোয়াড়রা এই একটি লিগের দিকেই তাকিয়ে থাকে সারা বছর। এখান থেকেই তারা কিছু অর্থ উপার্জন করতে পারে।’

এবারের প্রিমিয়ার লিগে ১২টি ক্লাব খেলবে। লিগে সার্ভিসেস দলগুলো খেলতে না পারলেও তাদের খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবের হয়ে খেলবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ