Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর সঙ্গে ‘কম্পিটিশন’!

ফের বাবা হচ্ছেন, নিশ্চিত করলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ক্রিস্টিয়ানো রোনালদোর চার সন্তান। সাকিব আল হাসানের হবে কত জন? সাকিব রোনালদোকে ধরতে পারবেন কিনা, বা স্পর্শ করতে পারবেন কিনা, সেটি এখনই বলা না গেলেও এটি এখন নিশ্চিত- তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। গতপরশু রাতে সাকিব নিজেই দেশের এক দৈনিককে নিশ্চিত করেছেন সেটি।

রহস্যের শুরু ফেসবুকে দেওয়া সাকিবের এক পোস্টে। ঐদিন বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে সাকিব নিজের এবং তার এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের অফিশিয়াল ফেসবুক পেজে একই ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছে শিশির সন্তানসম্ভবা। ছবিতে শিশিরের বেবিবাম্পে চুমু একে দেয়া সাকিব তার পোস্টে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
তখন থেকেই সবার মনে প্রশ্ন, তাহলে কি তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব? করোনাভাইরাসের মধ্যেই গত বছরের ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি। মেয়ের নাম রাখেন ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসানের জন্ম ২০১৫ সালের ৯ নভেম্বর। ২০২১ সালে কি তাহলে সাকিব-শিশির দম্পতির কোল জুড়ে আসবে তৃতীয় সন্তান- দিনভর এই কৌত‚হলেই ছিল সবাই। অবশেষে রাতে সাকিব সেই কৌত‚হলের জবাব দিয়েছেন। খোলাসা করেছেন ফেসবুক পোস্টের রহস্য। পরিবারে নতুন সন্তানের আগমন ঘটছে কিনা, হোয়াটসঅ্যাপে এমন প্রশ্নের জবাবে সাকিব এই প্রতিবেদককে বলেছেন, ‘ইনশাআল্লাহ...।’ সঙ্গে দুষ্টুমি করে যোগ করেছেন, ‘রোনালদোর সঙ্গে কম্পিটিশন করছি...।’
গত মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ চলার সময় শ্বশুরের অসুস্থতার খবর শুনে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান সাকিব। পরে তার শ্বশুর মারা যান। সাকিব এখনো যুক্তরাষ্ট্রেই আছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে এ সপ্তাহেই তার দেশে ফেরার কথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ