বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি করেছে উত্তর জেলা ছাত্রদল। এ সময় নগরীর নতুন বাজার এলাকায় র্যালিতে ধাওয়া দেয় পুলিশ। এতে ছাত্রদলের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছে। আহতরা হলেন- আনিসুজ্জামান শুভ, জাকারিয়া আলম, মোশাররফ বিশ্বাস, তুষার, সোহেল, হিমেল, হালিম মোল্লা, বাবুল আহমেদ, শাওন, নবী আকন্দ, উদয়, নওসাদ, ইয়াছিন মিয়া, রিয়েল প্রমূখ।
জানা যায়, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে একটি র্যালি নগরীর বাউন্ডারী রোড থেকে বের হয়ে নতুন বাজার মোড়ে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়।
এর এক পর্যায়ে র্যালিটি ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়। এদের মধ্যে কমপক্ষে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এছাড়াও নগরীর পাটগুদাম এলাকায় পৃথকভাবে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুননের নেতৃত্বে র্যালি করেছে ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল, সহ-সভাপতি সাব্বির খান, একেএম আরিফুল হক, ছাত্রনেতা সাব্বিরুল ইসলাম, টুটন ভট্টাচার্য, কালাম সোহেল, শাহরিয়ার আহ্ম্মেদ প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।