Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া প্রতিবাদ জানাতে শুক্রবার পাকিস্তানে নিযুক্ত ভারতীয় এক কূটনীতিককে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ৩০ ডিসেম্বর ভারতীয় বাহিনীর হামলায় পাকিস্তানে একজন বেসামরিক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। এর প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে তলব করা হয় বলে খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্যমূলকভাবে এবং কোনো প্ররোচনা ছাড়াই ভারতীয় বাহিনী কোটকোটিরা সেক্টরে গুলি ছোড়ে। এতে ফালনি বাজার এলাকায় মিশ্রি খানের ৩৪ বছর বয়সী ছেলে মুহাম্মদ সারফরাজ মারাত্মক আহত হন। এতে আরো বলা হয়, ভারি অস্ত্র, মর্টার এবং স্বয়ংক্রীয় অস্ত্র ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখা এবং ওয়ার্কিং বাউন্ডারি (ডব্লিউবি) বরাবর ভারতীয় বাহিনী অব্যাহতভাবে টার্গেট করছে বেসামরিক লোকজনকে। এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ