নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মহাকালের ক্যালেন্ডার থেকে বিদায় নিলো আরেকটি বছর। ২০২০ সালকে বিদায় বলে উঠেছে ২০২১ সালের সূর্য। গত হওয়া বছরটা মোটেও সহজ ছিল না। করোনাভাইরাস মহামারীতে ভুগেছে গোটা পৃথিবী। নতুন বছরে তাই ভালো কিছুর আশায় সবাই। বাদ যাচ্ছেন না ফুটবলাঙ্গনের মানুষেরাও। করোনাকাল পেরিয়ে নতুন আলোর আশায় ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে লুইস সুয়ারেজরা।
নতুন বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলররা। সেখানে ২০২১ সালে আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন রোনালদো। নতুন বছর বরণ করে শুভেচ্ছাবার্তায় সবাইকে একসঙ্গে মিলে পরিবর্তন আনার ডাক দিয়েছেন পর্তুগিজ যুবরাজ, ‘২০২০ সাল মোটেও সহজ ছিল না, এতে কোনও সন্দেহ নেই। কোভিড-১৯ রোগে বিশ্বের কারোরই যন্ত্রণা ও ভোগান্তি আলাদা ছিল না। তবে এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর এবং দেখিয়ে দেওয়ায় একসঙ্গে মিলে আমরা পরিবর্তন এনে দিতে পারি। শুভ নববর্ষ।’
করোনার কঠিন সময়ে ঠিকানা বদল করেছেন সুয়ারেজ। বার্সেলোনা ছেড়ে উরুগুইয়ান স্ট্রাইকার পাড়ি দিয়েছেন আতলেতিকো মাদ্রিদে। রোনালদোর মতো তিনিও সুন্দর ভবিষ্যতের আশায়, ‘বিদায় নিলো ২০২০, প্রত্যেকের জন্য কঠিন একটা বছর ছিল। যে বছরটায় আমরা সবাই ভুগেছি বৈশ্বিক মহামারীত, কিন্তু সবকিছুর পরও আসুন আমরা ভবিষ্যতের দিকে তাকাই এবং ইতিবাচক থাকি। এই ২০২১ সালে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শুভ নববর্ষ।’
সুয়ারেজের টুইটসুয়ারেজের সাবেক ক্লাব লিভারপুলের অন্যতম অস্ত্র এখন ভার্জিল ফন ডাইক। এই ডাচ ডিফেন্ডারের টুইট, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি, সবার স্বপ্ন ও নতুন বছরের প্রত্যাশা সত্যি হয়ে ধরা দেবে ২০২১ সালে। চলুন, নতুন বছরে আরও ভালোবাসা ও শান্তি স্থাপন করি পৃথিবীতে। আপনি মানুষজনের কাছে যে আচরণটি পেতে চান, নিজেও সেই রকম আচরণ করুন। শিগগিরই দেখা হবে।’
ফন ডাইকের ক্লাব সতীর্থ অ্যান্ডি রবার্টসনের শুভেচ্ছাবার্তা এমন, ‘শুভ নববর্ষ সবাইকে। এসে গেছে ২০২১ সাল। এটা সবার জন্য শক্তিশালী ও অদ্ভুত একটা বছর হতে যাচ্ছে। তবে আশা করছি, সবাই নিরাপদে ও ভালো থাকবেন।’ স্পেন ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা লিখেছেন, ‘শুভ নববর্ষ। সবসময় সুস্বাস্থ্যে কাটুক, তবে আজ অন্য সব সময়ের চেয়ে বেশি প্রার্থনা করছি।’
কোলকাতা মোহামেডানের হয়ে ভারতের আই লিগ খেলতে এই মুহূর্তে ভারতে আছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানের হোটেলে বিশ্রাম নেওয়া অবস্থার একটি ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানানিয়ে ডেনমার্ক প্রবাসী এই তারকা ফুটবলার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘২০২১ লেটস গো’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।