নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভাষা ব্যবহার করার দায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এদিনসন কাভানিকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একই সঙ্গে এক লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে উরুগুয়ের এই স্ট্রাইকারকে। গতপরশু এক বিবৃতিতে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায় এফএ। নিষেধাজ্ঞা ও জরিমানার পাশাপাশি শিক্ষাম‚লক কার্যক্রমেও অংশ নিতে হবে তাকে।
গত ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের পর ইনস্টাগ্রাম পোস্টে ওই আপত্তিকর ভাষা ব্যবহার করেন কাভানি। দলের ৩-২ ব্যবধানে জেতা ম্যাচটিতে বদলি নেমে যোগ করা সময়ে জয়স‚চক গোলসহ দুই গোল করেছিলেন তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই পোস্ট মুছে ফেলেন কাভানি, চান ক্ষমাও।
নিষেধাজ্ঞার কারণে নতুন বছরের প্রথম দিন লিগে অ্যাস্টন ভিলা, ৬ জানুয়ারি লিগ কাপের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটি ও ৯ জানুয়ারি এফএ কাপে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে পারবেন না কাভানি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।