Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোষা কুকুরকে সম্পত্তির অর্ধেক লিখে দিলেন মধ্যপ্রদেশের কৃষক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ছেলেদের ব্যবহারে অসন্তুষ্ট বাবা। তাই নিজের সম্পত্তির অর্ধেক লিখেদিলেন পোষা কুকুরের নামে। অর্ধেক সম্পত্তি তিনি দিয়েছেন নিজের স্ত্রীকে, বাকি অর্ধেক পোষা কুকুরটিকে। মধ্যপ্রদেশের কৃষক ওম বর্মার এই কান্ডে অবাক নেটদুনিয়া।
বুধবার যে উইল করা হয়েছে, তাতে লেখা হয়েছে ওম বর্মার চার একর জমি রয়েছে। সেই জমির অর্ধেক পাবেন তাঁ স্ত্রী ও বাকি অর্ধেক পাবে তার পোষা কুকুর। তিনি নিজের উইলে লিখেছেন, তার স্ত্রী ও পোষা কুকুরটি সারাজীবন তাঁকে সেবা করেছে। এরাই ‘সবচেয়ে কাছের’ বলেও দাবি করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী চম্পা বর্মা ও আমার পোষা কুকুর আমার সমস্ত সম্পত্তি পাবে। যে এই কুকুরটির দেখভাল করবেন, তার হেফাজতেই যাবে অর্ধেক সম্পত্তি।’ কুকুরটি মারা গেলে, যে পোষ্যের দেখভাল করেছে এতদিন, তার কাছেই সম্পত্তির অর্ধেকটা যাবে বলে জানিয়েছেন তিনি। সূত্র : এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধ্যপ্রদেশ-কৃষক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ