মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেট নেতা জো বাইডেনকে ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের অধিবেশনে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে প্রত্যয়ন করা হবে। আর কংগ্রেসের প্রত্যয়ন ঠেকাতে অবকাশ সংক্ষেপ করে তড়িঘড়ি করে রাজধানীতে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশন সামনে রেখে ঝামেলা পাকানোর চেষ্টায় আছেন রিপাবিলকান পার্টির এ পরাজিত নেতা। তিনি ইতিমধ্যে তার সমর্থকদের সেখানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে, ওই সমাবেশ শান্তিপূর্ণ হবে না।
সে কারণে এবার নতুন বছরের পার্টির আগেই পাম বিচ ছাড়তে যাচ্ছেন তিনি। যদিও তার দক্ষিণ ফ্লোরিডা ক্লাবে অতিথিরা এসে জড়ো হয়েছেন এবং সেখানে ট্রাম্পের উপস্থিতি কামনা করা হয়েছে। এ সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে।
সাধারণত গণমাধ্যমকর্মী ও বন্ধুদের সামনে রেড কার্পেটে নিজের উপস্থিতি উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এ বছরে সব অনুষ্ঠান এড়িয়ে যাওয়া অস্বাভাবিক ঘটনা বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রেসিডেন্টের নিয়মিত কর্মসূচি হিসেবে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে- ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া বেলা ১১টায় ফ্লোরিডা ত্যাগ করবেন এবং হোয়াইট হাউসে ফিরে আসবেন।
ফ্লোরিডা থাকার সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে নির্বাচনের ফলের দিকে আলোকপাত করেছেন। আগামী ৬ জানুয়ারি বাইডেনের বিজয়কে কংগ্রেসে প্রত্যয়ন করা হবে।
এর আগে নির্বাচনের ফল উল্টাতে কয়েক ডজন মামলা করেও লাভ হয়নি। সবগুলোতে হেরে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। এমনকি সুপ্রিমকোর্টে তার আপিলও প্রত্যাখ্যান করা হয়েছে।
এখন নির্বাচনের ফল নিজের পক্ষে নিয়ে আসতে ৬ জানুয়ারির প্রত্যয়ন কার্যক্রমকেই শেষ সুযোগ হিসেবে দেখছেন ট্রাম্প।
পাম বিচ ছাড়ার আগে ক্যাপিটল হিলে প্রত্যয়ন প্রক্রিয়ায় ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের ভূমিকা সম্পর্কে অবগত হন ট্রাম্প। যদিও তা অনেকটা আনুষ্ঠানিক। ফ্লোরিডা ভ্রমণের সময় এক সমর্থকের একটি টুইট নিজ ওয়ালে শেয়ার দেন তিনি। যাতে ৬ জানুয়ারির ইলেকটোরাল কলেজ ভোট গণনায় স্বাক্ষর না করতে পেন্সের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফ্লোরিডায় থাকাকালে কংগ্রেস সদস্য ও অন্যান্য সহযোগীর সঙ্গে আলাপে ৬ জানুয়ারির বিষয়টি বারবার তুলেছেন তিনি। ভোটের ফল নিয়ে আপত্তি জানাতে সিনেটরদের কাছে তদবিরও করেন ট্রাম্প।
ইতিমধ্যে মিসৌরি থেকে নির্বাচিত সিনেটর জোশ হাউলি প্রথমবারের মতো নির্বাচনের ফলে আপত্তি জানানোর ঘোষণা দিয়েছেন। যদিও এতে বিলম্ব ঘটানো ছাড়া কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না। এ ছাড়া সমর্থকদের উদ্দেশ্য করে টুইট করে ট্রাম্প বলেন, ওই দিন তাদের ওয়াশিংটনে তিনি দেখতে চান। সূত্র : সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।