Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডু ইউ লাভ মি গানের তালে রোবটের নাচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:১০ এএম

যুক্তরাষ্ট্রে রোবট নির্মাণ প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্স সাধারণত তাদের রোবটগুলোর সিঁডি বেয়ে ওঠা, ঝাঁপাঝাপি করা বা ভারী জিনিসপত্র বহন করার ভিডিও অনলাইনে শেয়ার করে থাকে। তবে এবারে প্রতিষ্ঠানটি তাদের রোবটগুলোকে একটি জনপ্রিয় গানের তালে নাচের ভিডিও প্রকাশ করেছে। ১৯৬২ সালের ‘দ্য কনটোরস’ নামের জনপ্রিয় এক গানের দলের গাওয়া ‘ডু ইউ লাভ মি’ গানের কোরিওগ্রাফে নাচতে দেখা যায় নতুন ডিজাইনের হিউম্যানয়েড অ্যাটলাস, স্পট দ্য রোবট ডগ এবং বক্স-জাগলিং হ্যান্ডেল নামের রোবটগুলোকে। মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউবে ২ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি এ পর্যন্ত ৪ লাখ ৭০ হাজারের বেশি দেখা হয়েছে। রোবটগুলোকে ১৯৬২ সালের একটি একক হিট গানের নাচ অনুসরণ করে নাচতে দেখা যায়। ভিডিওতে রোবটদের অসাধারণ নাচের ভঙ্গি দেখে অনেকেই মন্তব্য করেছেন। এতে অনেকেই বলেন, রোবটরা মানুষের থেকেও বেশি ভালো নাচতে পারে। এমনকি তাদের এ নাচ দেখে স্পেসএক্স এবং ইলেকট্রিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বিস্ময় প্রকাশ করে টুইটারে বলেন, এটা কোন কম্পিউটার-জেনারেটেড ইমেজারি (সিজিআই) নয়! বোস্টন ডায়নামিক্স ২০০৯ সালে কাজ শুরু করেছিলো। ২০১৩ সালে প্রতিষ্ঠাটি মানুষের মতো দেখতে অ্যাটলাস এবং ২০১৫ সালে স্পট ক্লাসিক রোবট নির্মাণ করে বিশ^কে তাক লাগিয়ে দিয়েছিলো। ফার্মটি বাণিজ্যিকভাবে একেবারে জীবন্ত, শক্তিশালী মজবুত রোবট নির্মাণের ডিজাইন তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডু-ইউ-লাভ-মি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ