Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী জেলায় ৪১ জনের মৃত্যু

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ৫:৩৫ পিএম

করোনার শুরুতে এপ্রিলের ৭ তারিখে প্রথম জেলা থেকে নমুনা সংগ্রহের পরে ৯ তারিখে জেলার দুমকি উপজেলার দুলাল (৪০)এর করোনা সনাক্তকরণ রিপোর্ট প্রাপ্তির পূর্বেই একই দিন তার মৃত্যুর মধ্য দিয়েই পটুয়াখালী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্ত শুরু হয়। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর গলাচিপা উপজেলার নাসির (৫১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৪১ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের ৭ তারিখ থেকে গতকাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী জেলা থেকে মোট ১২,৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ,ইতিমধ্যে ১১,৭৬৪ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে যার মধ্যে ১০,০৩৭জন নেগেটিভ এবং ১৭০৩ পজেটিভ। এছাড়াও ইতোমধ্যে ১৫৯৫ জন চিকিৎসাধীন অবস্থায় থেকে ছাড়পত্র নিয়েছেন ।
এদিকে চলতি ডিসেম্বর মাসে শীতের সাথে সাথে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বরের ১ তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার মোট আক্রান্ত হয়েছে ১০৪ জন এবং মৃত্যু ১জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ