নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপ প্লে-অফের বাছাই পর্বে ‘সি’ গ্রুপের খেলায় ভুটানের এফসি টারটনের বিপক্ষে ড্র করলেই আসরের প্লে-অফে খেলার সুযোগ পাবে শেখ রাসেল ক্রীড়াচক্র। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় থিম্পুতে শুরু হবে ম্যাচটি। এফসি টারটনের বিপক্ষে ম্যাচ জিতলে তো কথাই নেই। তারপরও অন্তত ১-১ গোলে ড্র করলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে প্লে-অফে খেলবে বাংলাদেশের দলটি। মঙ্গলবার গ্রুপের প্রথম ম্যাচে তাইপের দল এফসি টাটুংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় শেখ রাসেলের আশা জিইয়ে থাকলো। এর আগে টাটুংও টারটন ম্যাচ গোলশূন্য ড্র হয়। ফলে টাটুংয়ের পয়েন্ট দুই, রাসেল ও টারটনের অর্জন এক পয়েন্ট করে। কিন্তু টারটন এখনও কোনো গোল করেনি। কিন্তু রাসেল করেছে এক গোল। শেখ রাসেল যদি স্বাগতিক দলের বিপক্ষে ড্র করে তবে গ্রুপের তিনটি দলেরই পয়েন্ট দাঁড়াবে দুই করে। এ ক্ষেত্রে গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে শেখ রাসেলই। কারণ তাদের গোল পার্থক্য হবে +১। টাটুং ও টারটনের গোল পার্থক্য হবে শূন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।