Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অপেশাদারিত্বে ক্ষুব্ধ সেইন্টফিট!

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে আর মাত্র দু’সপ্তাহেরও কম সময় পর ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ ম্যাচকে সমানে এখন অনুশীলন ক্যাম্প চলছে মামুনুলদের। জাতীয় দলের নতুন বেলজিয়ান কোচ টম সেইন্টফিটের অধীনে অনুশীলন করছেন ফুটবলাররা। গেল দু’দিন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের ৩৩ ফুটবলার অনুশীলন করলেও গতকাল দেখা গেল ভিন্ন চিত্র। দলের অনেকেই এদিন অনুশীলনে ছিলেন না। আর এতেই ক্ষুব্ধ দেখা গেছে কোচ সেইন্টফিটকে। জানা গেছে, কোচের অনুমতি না নিয়েই ভুটান ম্যাচের প্রস্তুতি ক্যাম্পের পাঁচ ফুটবলারকে কাল তাদের বাহিনীর হয়ে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই অধিনায়ক মামুনুল ইসলাম, ডিফেন্ডার রায়হান হাসান, গোলরক্ষক শহিদুল আলম সোহেল এবং মিডফিল্ডার সোহেল রানা ও জুয়েল রানা গতকাল বিকালে জাতীয় দলের অনুশীলনে ছিলেন না। চাকরির সুবাদে নৌবাহিনীর হয়ে তাঁরা আন্তবাহিনী ফুটবলের ফাইনাল খেলতে  গেছেন। কিন্তু  কোচ টম সেইন্টফিট ব্যাপারটা সহজভাবে নিতে পারেননি। তাই তো কাল কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের পর তাকে ক্ষুব্ধ দেখা গেছে। তিনি বলেন, ‘এই পাঁচ খেলোয়াড় আমার অনুমতি নিয়ে যায়নি। চরম অপেশাদারি কাজ হলো এটা। সবকিছুর আগে জাতীয় দল।’
ওই পাঁচ খেলোয়াড় আজ অনুশীলনে এলে তাঁদের নেয়া হবে কীনা? এ প্রশ্নে সেইন্টফিট বলেন, ‘আমার খেলোয়াড় দরকার। আমি জিততে চাই। আমি এখানে ছুটি কাটাতে আসিনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপেশাদারিত্বে ক্ষুব্ধ সেইন্টফিট!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ