নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : এতদিনে আর্জেন্টিনার ‘ফাইনাল হতাশার’ কারণ খুঁজে পেল আর্জেন্টিনা। আরো স্পষ্ট করে বললে কারণটা বের করেছেন ‘দার্শনিক’-খ্যাত এদগার্দো বাউজা। লিওনেল মেসির ওপর অতিনির্ভরশীলতাই যে এর প্রধান কারণ সেটা সকলেরই জানা। বাউজার তীক্ষè দৃষ্টি ধরে ফেলেছে এর সর্বনাশা দিকগুলোও। নতুন আর্জেন্টাইন কোচ মনে করেন, এর ফলে দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্জেন্টিনা। এক. মেসি নিজে চাপমুক্ত থেকে খেলতে পারছেন না। দুই. আর্জেন্টিনাও ব্যবহার করতে পারছে না তাদের সামর্থ্যরে পুরোটা।
টানা তিন ‘ফাইনাল বেদনা-কাব্যের’ পর অভিমানে জাতীয় দলকে বিদায়ের সিদ্ধান্ত নেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু বাউজার কথায় আবারো দলে ফেরেন ৫ বারের বিশ্বসেরা। হপ্তাখানেক আগে স্পেনে দু’জনের দুই ঘণ্টারও বেশি আলোচনা পর্বজুড়ে যে এই ধরনের দার্শনিক কথাবার্তাই চলছিল তা এখন বলাই যায়। বাউজা নিজেই বলেছেন, ‘গোল করার জন্য সব সময় মেসির দিকে তাকিয়ে থাকা যাবে না। আমাদের এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন মেসিকে সমস্যার সমাধান করে দিতে না হয়। সবাইকে দলের ওপর নির্ভর করতে হবে। আমি তার ওপর এই নির্ভরশীলতা দূর করতে চায়।’ আর্জেন্টিনার দৈনিক লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে বাউজা যোগ করেন, ‘আমরা সবাই জানি যে, বল যখন তার পায়ে যায় তখন ভিন্ন কিছু ঘটতে পারে। কিন্তু আমাদের দলীয়ভাবে তাকে সাহায্য করতে হবে।’
দলে বিশ্বের সেরা খেলোয়াড়ের উপস্থিতির সার্বিক দিকও তুলে ধরেন ৫৮ বছর বয়সী এই কোচ। বিশেষ করে ফাইনালের মতো ম্যাচে দেখা গেছে সবাই মেসির কাছেই বল জোগান দিতে ব্যস্ত থাকে। সবাই ভাবে মেসিই কিছু একটা করে দলকে উদ্ধার করবেন। ফলে প্রতিপক্ষের খেলোয়াড়রা এক মেসিকে আটকে দিয়ে পুরো আর্জেন্টিনাকেই আটকে দেওয়ার সহজ সুযোগ পায়। বাউজা এই রোগটা ধরে ফেলেছেন। তিনি বলেন, ‘দলে বিশ্বের সেরা খেলোয়াড়ের উপস্থিতি মানে এই না যে আপনি নিশ্চিত জিতে যাবেন। তবে এটা প্রতিপক্ষকে ভয়ের মধ্যে থাকার নিশ্চয়তা দেয়।’
দলের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে বাউজাকে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ১ সেপ্টেম্বর তার দল মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দল উরুগুয়ের। এর ৫ দিন পর অর্থাৎ ৬ সেপ্টেম্বর তারা সফর করবে ভেনিজুয়েলা। লাতিন আমেরিকা অঞ্চলের ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ষষ্ঠ রাউন্ড শেষে ১০ দলের মধ্যে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সরাসরি ও পঞ্চম স্থানে থাকা দলকে প্লে-অফের বাধা অতিক্রমের মাধ্যমে সুযোগ পাবে মূল পর্বে।
সমস্যা যেহেতু ধরা পড়েছে এবার তা কাটিয়ে ওঠার পালা। দেখা যাক বাউজার প্রতিষেধক কাজে দেয় কি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।