Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাশ বাংলাদেশের ক্রিকেটে ফেরার স্বস্তি

বাংলাদেশ সফর উইন্ডিজ দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ১০ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। ব্যক্তিগত কারণে নেই আরও দুইজন। দলে নেই নেই জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, রোস্টন চেজ, শেই হোপ, শেমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শন ডরওইচের মতো ক্রিকেটাররা। ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ আসবে ক্যারিবিয়ানরা। তবে টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, প্রতিপক্ষের স্কোয়াড নিয়ে ভাবিত নন তারা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের সেরা দলকেই ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। ওদেশে গিয়ে টেস্ট হারলেও জিতেছে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে। এখন দ্বিতীয় সারির দলের সঙ্গে খেলতে হলে কিছুটা আশাহত হওয়া অস্বাভাবিক না। কারণ হাইপ কমে যাওয়ায় মনস্ত¡াত্তি¡কভাবে এসব পরিস্থিতিতে অনেক সময় নিজেদের তাতিয়ে দেওয়ার বারুদ পাওয়া যায় না। তবে গতকাল টেস্ট অধিনায়ক মুমিনুল শোনালেন ভিন্ন কথা। প্রতিপক্ষের স্কোয়াড নিয়ে ভাবনা থাকা বরং অনর্থক তার কাছে, ‘দেখেন একটি বোর্ড কি দল দিবে না দিবে এটা একান্তই ওদের ব্যাপার। আমার মনে হয় ওটা নিয়ে আমাদের ভাবনারও কিছু নেই, কথা বলারও যৌক্তিকতা নেই। তাছাড়া আমরা ওদের বিরুদ্ধে খেলতে নামব দল দেখে নয়, আমরা খেলতে নাবম আমাদের প্রক্রিয়া ও কৌশল নিয়ে।’
চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা টেস্ট অধিনায়কের মতে পেশাদারিত্ব থাকলে এসব কোন ব্যাপার না, ‘ওরা আগের দল আসলে যেভাবে খেলতাম এই দলের বিপক্ষেও একইভাবে খেলব। আমরা আমাদের প্রক্রিয়া অবলম্বন করেই খেলব। একটি পেশাদার দল ম‚লত সেভাবেই খেলে। এভাবে ভাবার কোন সুযোগ নেই যে ওই বোর্ড কেন এই দল পাঠাল। একটা পেশাদার অন্তত ওভাবে ভাবে না। যে দলই আসুক না কেন আপনাকে শতভাগ দিয়েই খেলতে হবে এর কোন বিকল্প নেই।’
প্রধান নির্বাচক মিনহাজুলের মত, উইন্ডিজ যে দল পাঠাচ্ছে সেটাকেও হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে, ‘ব্যক্তিগত কারণে অনেকেই না থাকতে পারে। এর বাইরে সম্ভাব্য সেরা দল তো তারা পাঠাচ্ছে। তাদেরকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’ মিনহাজুল মনে করেন প্রতিপক্ষ নয়, বরং প্রায় এক বছরের করোনা বিরতি কাটিয়ে বাংলাদেশের মাঠে ফেরাটাই বড়, ‘সফরে কোন দল পাঠাবে এটা তাদের ব্যাপার। আমাদের কিছু করার নেই। এমন তো আগেও হয়েছে। আমরা আমাদের নিয়েই চিন্তা করব। আমরা নিজেদের দিকেই নজর দিব। প্রতিপক্ষ যেই হোক। অনেকদিন পর বাংলাদেশে খেলা ফিরছি এটাই বড় কথা। অবশ্যই আমাদের সেরা দলই খেলবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইন্ডিজ-দল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ