মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে মঙ্গলবার ৬ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত সাতজনের। ভেঙে পড়া ভবন ও দেয়ালের নিচ থেকে মানুষজনকে উদ্ধারের কাজ চলছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবসহ ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং অস্ট্রিয়ার দক্ষিণাংশেও। ক্রোয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রোয়েশীয় রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী পেত্রিনজা শহরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এতে ওই শহরে বহু ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্ত‚প থেকে আটকেপড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। সেখানে সহায়তার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে। ক্রোয়েশিয়ার জাগ্রেবের ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। গত সোমবারও এই অঞ্চলেভূমিকম্প হয়। তারপরই আবারও কেঁপে ওঠে ক্রোয়েশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটের দ্বিতীয় দিনের ভূমিকম্পে এখানকার বেশির ভাগ বাড়িই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ক্রোয়েশিয়ার পেত্রিনজা শহর পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ। সেখানে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর পাশে গ্লিনা নামক শহরে পাঁচজনের মৃত্যু হয়েছে। ডেপুটি প্রধানমন্ত্রী গ্লিনায় গিয়েছিলেন। এ ছাড়া জাজিনা এলাকার একটি গির্জা ধসে পড়ায় আরেকজনের মৃত্যু হয়েছে। আল-জাজিরা, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।